শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

নবীগঞ্জে ১৪ বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৬৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের কৃষক নুরুল হোসেন হত্যা মামলার পলাতক আসামী আব্দুল কাইয়ূম (৪৮) নামের ব্যক্তিকে ১৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোপলা বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৫ নভেম্বর জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দিন-দুপুরে হামলা করে পুলিশের হাতে ধৃত আসামী ঝিটকা গ্রামের মৃত ওয়াছির মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম গংরা একই গ্রামের মৃত জহুর হোসেনের পুত্র ৩ সন্তানের জনক কৃষক নুরুল হোসেনকে রক্তাক্ত জখম করে ক্ষতবিক্ষত করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ২৭ নভেম্বর মারা যান নুরুল হোসেন। এ ঘটনায় নিহতের ভাগ্না নুরুল আমিন বাদী হয়ে ১৮ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় ২০০৫ সালে একটি হত্যা মামলা দায়ের করেন, মামল নং ৪২৫। এ মামলা দায়েরের পর অনন্যা আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে অনেকেই রাজনৈতিক ফায়দা হাসিল করারও অভিযোগ করেন নিহতের পরিবার। উল্লেখিত মামলার প্রধান আসামী আব্দুল কাইয়ূম দেশ ছেড়ে পালিয়ে মধ্যপ্রাচ্যর বাহরাইনে আত্মগোপন করেন। প্রায় ২ বছর পূর্বে তিনি দেশে এসে আবারো পলাতক অবস্থায় পালিয়ে থাকার পর শুক্রবার বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কাওছার আলম ও এ এস আই সোহাগের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে স্থানীয় গোপলার বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com