স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক পকেটমারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তের নাম সামছু মিয়া (২৮)। তিনি উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার মৃত আবদুল ওয়াহাব মিয়ার ছেলে। গতকাল সোমবার বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ দণ্ডাদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের দিকে মাধবপুর বাজার থেকে পকেটমারার অভিযোগে তাকে আটক করে পুলিশ। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে তিনি দোষ স্বীকার করলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।