স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি হবিগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বার লাইব্রেরীতে এই সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি’র চেয়ারম্যান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, কেন্দ্রীয় নেতা ডাঃ আলতাব হোসেন, মিসেস আয়েশা সিদ্দিকা, মাসুমা বেগম ও শামীমা মাহমুদা তিতি।
হবিগঞ্জ জেলা এনপিপি’র সভাপতি পরেশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার পার্টিতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল মন্নান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ সিরাজী। বক্তব্য রাখেন জেলা এনপিপি’র সহ সভাপতি আব্দুল কাদির, শিবু রায়, সাংগঠনিক সম্পাদক শেখ কবির উদ্দিন, অর্থ সম্পাদক শ্যামল মল্লিক, দপ্তর সম্পাদক তোরাব আলী, আব্দুস সালাম মেম্বার প্রমুখ।
সভায় শেখ শওকত হোসেন নিলু বলেন, দেশে আজ অরাজকতা সৃষ্টি হয়েছে। গুপ্ত হত্যা মারাত্বক আকার ধারণ করেছে। এই অবস্থায় দেশ চলতে পারে না। তাই দেশে সুষ্ঠ রাজনীতি ফিরে আসতে হবে। তিনি বলেন-এনপিপির নেতারা বিলাস বহুল গাড়ী বাড়ীর মালিক হওয়ার জন্য রাজনীতি করে না। একটি সুন্দর দেশ ও সমৃদ্ধশালী জাতি গঠনে এনপিপি’র নেতাকর্র্মীরা রাজনীতি করেন। তিনি এনপিপি’র পতাকা তলে আসতে সকলের প্রতি আহ্বান জানান।