রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ সাফকাত এমবিএ মাধবপুরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল ॥ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ওসি বানিয়াচং সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আফজল হোসেন আর নেই কালারডোবা ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অচেতন যুবক উদ্ধার শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডে ৩ ট্রান্সফরমার পুড়ে গেছে ॥ ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হবিগঞ্জবাসী এলাকাভিত্তিক ভাগে চলছে সরবরাহ

আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের চেক বিতরণ ॥ সকলের প্রচেষ্টায় হবিগঞ্জের শিক্ষার মান দিনদিন উন্নত হচ্ছে-অশোক মাধব রায়

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় বলেছেন, উদ্যম সাহস ও মনোবল থাকলে যে কোন শিক্ষার্থী তার কাংখিত লক্ষে পৌছাতে পারে। তিনি বলেন সকলের প্রচেষ্টায় হবিগঞ্জের শিক্ষার মান দিনদিন উন্নত হচ্ছে। শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারেনা এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাদের মধ্যে সমন্বয় থাকলে এলাকার উন্নয়ন তরান্বিত হয়। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে আন্তরিক। শিক্ষার মানোন্নয়নে সরকার যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহন করছে। তিনি হবিগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের তহবিল বাড়ানোর জন্য গুরুত্ব দিয়ে বলেন যারা অনুদান গ্রহণ করেছে তাদেরকে সুনাগরিক হয়ে একদিন অনুদান বিতরণের যোগ্যতা অর্জন করতে হবে।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন থেকে দুঃস্থ ও অসহায় শিক্ষার্থী, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০৮ জনের মাঝে ৪ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, শংকর পাল, জগদীশ চন্দ্র মোদক, কামাল হোসেন প্রমুখ।
২০০৭ সালে গঠিত আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের বর্তমান তহবিল ৮৩ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে এফডিআর রয়েছে ৭২ লাখ টাকার। এই টাকার মুনাফা থেকে প্রতি বছর অনুদান বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com