সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ সাফকাত এমবিএ মাধবপুরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল ॥ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ওসি বানিয়াচং সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আফজল হোসেন আর নেই কালারডোবা ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অচেতন যুবক উদ্ধার শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডে ৩ ট্রান্সফরমার পুড়ে গেছে ॥ ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হবিগঞ্জবাসী এলাকাভিত্তিক ভাগে চলছে সরবরাহ

যুবলীগের শীতবস্ত্র বিতরণকালে এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে, বিপদে পাশে দাঁড়ায়। আর মানুষের কল্যাণ ও উন্নয়নে তাদের পাশে থেকে কাজ করে। এই নীতি নিয়ে বর্তমান সরকার কাজ করে বলেই আজ দেশটা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে- দেশের একটি মানুষও দরিদ্র থাকবে না, গৃহহীন থাকবে না। কোন মানুষই বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, দারিদ্র্য থাকবে না। প্রতিটি মানুষের জীবনমানের উন্নয়ন হবে। বাংলাদেশ সার্বিকভাবে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে, যেটা জাতির পিতা চেয়েছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় বর্তমান সরকার। প্রতিটি নাগরিকই তার জীবনকে অর্থবহ করে তুলতে পারবে। দারিদ্র্য থেকে মুক্তি পাবে। সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে। বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে। সেভাবেই দেশটাকে গড়ে তুলতে কাজ করছেন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির নায়ক। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে যুবলীগ যে আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনী। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আশির্বাদ করতে উপকারভোগীদের প্রতি অনুরোধ জানান তিনি।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এতে জেলা ও হবিগঞ্জ পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত কয়েক দিনে হবিগঞ্জ শহরের বিভিন্ন পাড়ায় অস্বচ্ছল মানুষদের খুজে বের করে একটি করে কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে ৭ শতাধিক নারী-পুরুষকে এক সাথে করে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com