বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ শহরে দুর্ভোগের অপর নাম জলাবদ্ধতা

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরে দুর্ভোগের অপর নাম জলাবদ্ধতা। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় এমনকি অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে যায়। এতে শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
শনিবার ভোররাতের প্রবল বর্ষণে এমনই পরিস্থিতির শিকার হতে হয়েছে শহরববাসীকে। রাতব্যাপি টানা বর্ষণের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। সার্কিট হাউস, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন রাস্তা ও শহরের গুরুত্বপূর্ণ এলাকার রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও পানিতে তলিয়ে যায়, চৌধুরী বাজার, কর্মকার পট্টি, শ্যামলী, মুসলিম কোয়ার্টার, মোহনপুর, শায়েস্তানগর, অনন্তপুর, কালিবাড়ি ক্রস রোডসহ কয়েকটি এলাকার রাস্তাঘাট। শহরের ভেতরে বিভিন্ন এলাকায় মাছ ধরতেও দেখা যায়।
বিভিন্ন স্থানে ড্রেন ডুবে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। জলাবদ্ধতার কারণে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারীরা জানান, বিভিন্ন এলাকায় ময়লা ফেলে অসচেতন মানুষ ড্রেন ভরে রাখে। এছাড়া পানি নিষ্কাশনের খাল-ডোবাগুলোও কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে বাসাবাড়ি, মার্কেট নির্মাণ করে রেখেছে। বিশেষ করে শহরের পানি নিষ্কাশনের প্রধান রাস্তা বাইপাস সড়কে (পুরাতন রেল সড়ক) রেলের ভূমি, পরিত্যক্ত খোয়াই নদী প্রভাবশালী চক্র দখল করে নেয়ার ফলে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
অবিরাম বর্ষণ তো দূরের কথা, সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এভাবে কয়েক বছর চলতে থাকলে বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকতে হবে শহরবাসীকে।
এদিকে জলাবদ্ধতা দূরীকরণে কিছু প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com