শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

বাহুবলে সাকিব বিজয়ী হওয়ায় শুকরীয় ও দোয়া সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০১৪
  • ৪১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা পরিষদের নির্বাচনে মাওলানা সাকিব বিজয়ী হওয়ায় উপজেলার সর্বস্তরের আলেম উলামার আহবানে এক শুকরীয় ও দোয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বাহুবল চলিতাতলা রহমান কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। শেয়খুল হাদিস আল্লামা মনির উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা আব্দুল বারী আনসারী, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা আব্দুল খালিক চলিতাতলা, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা আব্দুল বছির, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা মুফতি উজাইরুল ইসলাম, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আব্দুল জলিল, মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব তার বক্তৃতায় বলেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সকলের পরামর্শ নিয়ে এলাকার সর্বস্তরের জনগণের খেদমতে আত্মনিয়োগ করতে পারি। তিনি সকল আলেম সম্প্রদায়কে জনসেবায় আরো আত্মনিয়োগ করার জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com