স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর নূর, জাহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এখলাছুর রহমান, মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, প্রচার সম্পাদক এরশাদ আলী, দপ্তর সম্পাদক সাকিব হোসেন চকদার, আইন বিষয়ক সম্পাদক এডঃ মুহিত, রফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা অলি, এনামুল হক সাহারাজ, লুৎফুর রহমান, গিয়াস উদ্দিন তালুকদার, অলি মিয়া, তোফায়েল হোসেন চৌধুরী, ধলাই মিয়া, আব্দুল মন্নাফ, আব্দুল মালেক, তোফাজ্জুল হোসেন সুরুক, লিয়াকত হোসেন, শামীম রহমান, হাবিবুর রহমান, আশরাফ আলী, আহাদ মেম্বার, কাউছার আহমেদ, আতাউর রহমান চৌধুরী, ফারুক আহমেদ পারুল প্রমূখ। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগের রয়েছে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি।
সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদ শুন্য থাকায় উক্ত পদে নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সভাশেষে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভা শুরু হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে সভা সম্পন্ন হয়।