শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস চুনারুঘাটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মাজার জিয়ারত পৌর এলাকার অটোরিক্সা চালকদের যাচাই বাছাই কার্যক্রম ও তামাক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার খুৎবায় হাফেজ আমিনুল হক ॥ দুযকের আগুন থেকে রক্ষা পেতে হলে সন্তানদেরকে মক্তব ও মসজিদে পাঠান জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ

দলের ৫ মন্ত্রী-উপদেষ্টাকে বহিষ্কার করছেন এরশাদ!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ৩৩৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় নিজেই দলের সাতজনের নাম প্রস্তাব করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর কথা মত ছয়জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়। কিন্তু এখন দলের সিদ্ধান্ত না মানায় পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টকে দল থেকে বহিষ্কার করতে যাচ্ছেন এরশাদ। জাপার ঘনিষ্ঠ একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে না যাওয়ার ব্যাপারে এরশাদ যে সিদ্ধান্ত নিয়েছেন দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা তা পাশ কাটিয়ে চলছেন। তারা গোপনে সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচনে অংশ নিয়েছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগে লেখা চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকযোগে পাঠানোর পর মন্ত্রিসভার বৈঠকে যোগ দিচ্ছেন দুয়েক জন মন্ত্রী। এসব দিক বিবেচনায় এরশাদ দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছেন, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও স্ত্রী রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ও ভাই জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। এরশাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, এরশাদ তাঁর ঘনিষ্ঠদের কাছে বলেছেন সরকার এক তরফা নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নেয়ার জন্য তাকে চিকিৎসার নামে হাসপাতালে আটকে রেখেছে। এই সুযোগে জাতীয় পার্টির অন্যদের ক্ষমতার লোভ দেখিয়ে নির্বাচনে নিয়ে যাচ্ছে। কিন্তু এরশাদ নিজে এখনও দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তেই আছেন। তিনি চান না তার অবর্তমানে কেউ জাতীয় পার্টির নাম ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করুক। এসুযোগ না দেয়ার জন্যই দলের অবাধ্যদের বহিষ্কার করতে যাচ্ছেন তিনি। তবে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় যাওয়া দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এখনও এরশাদের সিদ্ধান্তের ওপর আছেন। এরশাদও এই দুঃসময়ে রুহল আমিন হাওলাদারের ওপর আস্থা রাখছেন বলে জানা গেছে। এদিকে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে চিকিৎসার জন্য এরশাদ বিদেশে যাবেন। তবে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, এরশাদ দেশেই আছেন। তিনি কোথাও যাবেন না। গত ১২ ডিসেম্বর রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে র‌্যাব সাবেক রাষ্ট্রপতি এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। এরশাদ ও তার দলের অনেক নেতার দাবি র‌্যাব তাকে আটক করেছে। তবে র‌্যাব তরফে দাবি করা হয়েছে, এরশাদ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com