শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে ইফতার মাহফিলে এমপি মজিদ খান ॥ বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ একদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবে

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৪০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ একদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামের মোঃ আজমান আলী মেম্বারের বাড়ীতে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইফতার মাহফিলে মোঃ আজমান আলীর নেতৃত্বে অর্ধশত লোক আওয়ামীলীগে যোগদান করেন। মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আফজাল চৌধুরী, ওয়ার্ড মেম্বার আতাউর রহমান, শাহ নূরুল আলম, আব্দুর রউফ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সর্দার আলাউদ্দিন, পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী খসরু। মোনাজাত করেন কুশিয়ার তলা মসজিদের ইমাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com