শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এমপি আবু জাহির ॥ আন্দোলনের নামে সহিংসতা করলে সরকারের আয়ূ কমবে না

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অ্যাডঃ আবু জাহির এমপি বলেছেন, গণতান্ত্রিক অধিকার সবার আছে। সকলকে যার যার অবস্থানে থেকে জনগণের জানমাল রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন-অতীতকাল থেকে সকাল ১১ টার পর থেকে হবিগঞ্জে হরতাল অবরোধ থাকে না। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে সরকারের আয়ূ কমবে না। আমরা স্ব স্ব অবস্থানে থেকে হবিগঞ্জকে শান্ত রাখার চেষ্ঠা করতে হবে। বিগত ৫ বছরের হবিগঞ্জের বিএনপি তিন গ্র“পের মধ্যে মারামারি হয়েছে। কিন্তু আওয়ামীলীগ বিএনপির মধ্যে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি নেতা খন্দকার দেলোয়ার হোসেন, সাইফুর রহমানসহ অনেক নেতা স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। গ্রেনেড হামলায় কোন নেতা মারা যাননি। কিন্তু বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়াকে গ্রেনেড হামলায় প্রাণ দিতে হয়েছিল। বর্তমানে বিনা কারনে এসপি অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা পরিষদ অডিটিয়ামে ককটেল বিস্ফারণ, বোমা হামলা ও ভাংচুর করা হয়েছে। এসব কখনও কাম্য হতে পারেনা।
জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাডঃ আব্দুল মজিদ খাঁন এমপি, পুলিশ সুপার জয়দেব কুমান ভদ্র, র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মুসাব্বির, বিজিবি ৫৫ অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য, শাইখুল হাদিস মাওলানা আল্লামা তাফাজ্জুল হক, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি সামছু মিয়া চৌধুরী, অ্যাডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, অ্যাডঃ কামাল উদ্দিন সেলিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, অধ্যক্ষ নিখিল ভট্রাচার্য্য, জেলা মোটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, শরীফ উল্লাহ, জেলা শ্রমিকলীগ সভাপতি আরব আলী, কবি তাহমিনা বেগম গিনি প্রমূখ।
সভায় জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, সভার সম্মিলিত প্রচেষ্ঠায় অন্যান্য স্থানের চেয়ে হবিগঞ্জ অনেক ভালো রয়েছে এবং ভালো রাখতে হবে। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের নেতাকর্মীরা বাবার কথা শোনে না। তাই নেতাকর্মীদেরদের সচেতন হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com