শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

গউছের নাম অন্তর্ভূক্তির প্রতিবাদে ওল্ডহামে বসবাসরত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সভা

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৬৫৪ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের নাম অন্তর্ভূক্তির প্রতিবাদে যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাসরত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং এহিয়া কোরেশী ও শাহীন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ। সভায় বক্তব্য রাখেন প্রভাষক মহসিন চৌধুরী, হুমায়ূন কবীর, মওদুদ আহমদ, জয়নাল আবেদীন, আফজল হোসেন, এডঃ চান মিয়া, গোলাম মওলা চৌধুরী নিক্সন, আলহাজ্ব গিয়াস উদ্দিন, ইঞ্জল মিয়া, আবিদুল ইসলাম আরজু, তোফায়েল আহমেদ চৌধুরী রাজু, রুবেল আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ বলেন, জি কে গউছকে হেয় করার জন্য কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়েছে। তিনি অবিলম্ভে উক্ত চার্জশীট থেকে জি কে গউছ ও আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহার করার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com