বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

নবীগঞ্জে পশু সম্পদ কর্মকর্তার অনিয়ম দুর্নীতি ওপেন সিক্রেট

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্তের অনিয়ম ও দুর্নীতি অনেকটা ওপেন সিক্রেট। গবাদিপশুর চিকিৎসা নিতে আসা কৃষকরা তার কাছে পুরোপুরি জিম্মি। পশু হাসপাতালে গবাদিপশুকে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার বরুন কুমার দত্ত ৩ শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ফি আদায় করে থাকেন। অন্যথায় বিনা চিকিৎসায় ফিরতে হয়। এছাড়া ওই পশু হাসপাতাল থেকে সরকারী কোন ঔষধ পত্র না পেয়ে বিভিন্ন ফার্মেসীর দোকান থেকে চড়া মুল্যে খরিদ করতে হয়। নতুবা টাকা দিলে উক্ত হাসপাতাল থেকে ঔষধ এবং ভ্যাকসিন দেয়া হয়। ডাক্তার বরুন কুমার দত্তের এমন কর্মকান্ডে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গবাদিপশুকে চিকিৎসা দিতে আসা সাধারণ মানুষ। ভোগান্তির শিকার উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামের মনমন রায়ের ছেলে অমর রায় জানান, গত শনিবার তার একটি গাভীকে ভিঙ্গুল বলায় কামড় দিলে তিনি ডাক্তারের কাছে ছুটে আসেন বাড়িতে নেয়ার জন্য। এ সময় ডাঃ বরুন কুমার দত্ত ৫ শ টাকা ফি দাবী করেন। তবে তিনি গিয়ে ঔষধ লিখে দিলে তা বাজার থেকে খরিদ করে নিতে হবে এবং ইনজেকশন পুশ করতে গেলে আরও ৫ শত টাকা দিতে হবে বলে জানান। অসহায় অমর রায় এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি যেতে অসম্মতি জানান। অতি সম্প্রতি পৌর এলাকার গন্ধ্যা গ্রামের জনৈক রিক্সা চালক তার একটি বাছুর ঘাস কম খাওয়ার কারনে পশু হাসপাতাল নিয়ে আসেন। তার কাছ থেকে ৫ শত টাকার বিনিময়ে ইনজেকশন দেয়ার সময় বাছুরটি দৌড়ে পালিয়ে যায়। পরে ওই লোক স্থানীয় লোকদের সহযোগীতায় বাছুর ধরে আনলে ডাঃ বরুন দত্ত একটি ইনজেকশন পুশ করার আধ ঘন্টার মধ্যে বাছুরটি মারা যায়। ওই লোকটি অভিযোগ করেন টাকা নিয়েও তার বাছুরটিকে মেয়াদ উর্ত্তীণ ইনজেকশন দিয়ে মেরে ফেলছে।
অভিযোগে প্রকাশ, ডাক্তার বরুন কুমার দত্ত নবীগঞ্জ পশু সম্পদ কার্যালয়ে যোগদানের পর থেকেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতি শুরু করেন। সাধারণ মানুষ গবাদি পশু নিয়ে হাসপাতালে এলে টাকা ছাড়া কোন চিকিৎসা সেবা পান না। এছাড়া সরকারী ঔষধ, ভ্যাকসিন কালো বাজারে বিক্রী করে প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের জনৈক কর্মচারী বলেন, ডাঃ বরুন দত্ত নাকি নবীগঞ্জ আসতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। ওই টাকা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করার মিশনে নেমেছেন। এ ব্যাপারে ডাঃ বরুন দত্তের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এসব অপকর্ম চালিয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। প্রশ্ন উঠেছে, বরুন কুমার দত্তের খুঁটির জোর কোথায়?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com