স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ হাজি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় হিরা মিয়ার পুত্র শাকিল আহমেদের বাড়ি, সোনাই মিয়ার পুত্র কাজল মিয়ার দুইটি ছাপ্টা ঘর পুড়ে গেছে। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে এতে বেশ কিছু ক্ষতি হয়েছে।