স্টাফ রিপোর্টার ॥ প্রবাসে থেকেও যারা নিজের মাতৃভূমির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের হাত ধরেই আজ থেকে ২৫ বছর পূর্বে যাত্রা শুরু হয়েছিল ‘নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’ নামের একটি সংগঠনের। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাকে ‘শিানগরী’ হিসেবে গড়ে তোলার স্বপ্নে, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশ ও বিদেশে পৃথক দুটি টিম গঠন করা হয়েছে, যারা সমন্বিতভাবে স্কু লের সার্বিক দেখাশোনা ও অগ্রগতির দায়িত্ব পালন করে যাচ্ছে। যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে ‘নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’ শুধু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা নয়, বিভিন্ন সামাজিক কর্মকা-েও রেখেছে অনন্য ভূমিকা। আমন্ত্রিত অতিথিরা এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ট্রাস্টের প্রশংসা করে তা তুলে ধরেন। ঐতিহাসিক এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ২৫ বছর পূর্বে। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সিলভার জুবিলি অনুষ্ঠানটি হয়ে রইলো ইতিহাসের অংশ। সভায় উপস্থিত ট্রাস্টিরা আনন্দের আবহে এই স্মরণীয় দিনটি উদযাপন করেন।
যুক্তরাজ্যের অন্যতম বাঙালি অধ্যুষিত শহর বার্মিংহামের ‘দি রয়েল সুইট’ হলে গত ১৫ জুন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের আয়োজনে একটি বর্ণাঢ্য সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মোঃ মাহতাব মিয়া। যৌথভাবে সভা পরিচালনা করেন মেঘনা মিনারা উদ্দিন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহ-সভাপতি ফিরুজ খান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শহীদ। সূচনাতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি শাহ আলী হায়দার।
দ্বিতীয় পর্বে স্মারক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর জাফর ইকবাল এমবিই। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ম্যগাজিনের সম্পাদক আব্দুল হাই, ম্যাগাজিন কমিটির সদস্য ও সহ-সভাপতি ফিরুজ খান, সাবেক সাধারণ সম্পাদক ইনায়েত খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, কোষাধ্যক্ষ নুরুল খাছ রিপন, জাবেদ হোসাইন প্রমুখ। সভাপতি মোঃ মাহতাব মিয়া স্বাগত বক্তব্যে বলেন, “আপনারা জেনে খুশি হবেন, আমরা এ পর্যন্ত ৪ হাজার ৭ শ পঁচাশ জন শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হয়েছি। নবীগঞ্জের সার্বিক উন্নয়নে অবহেলিত, সুবিধাবঞ্চিত ও বেকার জনগোষ্ঠীকে দ মানবসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও সাবেক সভাপতি কামরুল হাসান চুন্নু, সাবেক সভাপতি ফয়জুর রহমান এমবিই, সাবেক সভাপতি মাহবুব নুরুল ইসলাম, সাবেক সভাপতি মোতাহের মিয়া মুজাহিদ, সাবেক সভাপতি প্রফেসার মোঃ আব্দুল হান্নান, সাবেক সভাপতি বারিস্টার মোঃ আতাউর রহমান, উপদেষ্টা নাদির আজিজ দরাজ, বদিউজ্জামান, আবু সুফিয়ান, আবুল কাসেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সভাপতি ফিরুজ খাঁন, সহ-সভাপতি মোহাম্মদ হাদিছ মিয়া, সহ-সভাপতি শাহ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মেম্বারশিপ সেক্রেটারি শাহ মুবাশ্বির আলী, এক্সিকিউটিভ মেম্বার আব্দুল শহীদ, মুজিবুর রহমান, তমিমুল ইসলাম চৌধুরী, আবুল ফয়েজ, শেখ শামীম, আতিকুর রহমান লিটন, হাবীবুর রহমান রানা, আবু ইউসুফ চৌধুরী প্রমুখ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ, ইউরোপ এবং আন্তর্জাতিক কালচারাল ছায়া মন্ত্রী, স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী এমবিই এমএসপি, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, বার্মিংহাম সহকারী হাইকমিশনের প্রতিনিধি স্বর্ণালী চন্দা, ইপিবিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. শাহানুর খান, বিবিসিসিআই এর সাবেক চেয়ারম্যান বশির আহমেদ, বিবিসিএ সাধারণ সম্পাদক সাহরিয়ার আহমেদ সুমন, জিএসসি সাধারণ সম্পাদক খসরু খান, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, সাংবাদিক মিসবা জামাল এবং দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ব্রিটেনে বসবাসরত নবীগঞ্জবাসীদের নানামুখী সফলতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- শিক্ষা: লন্ডন এন্টারপ্রাইজের প্রধান শিক্ষক আশীদ আলী। মেডিসিন: নিউরো সার্জন কনসালট্যান্ট ডা. আকবর হোসাইন (রয়্যাল ভিক্টোরিয়া ইনফারমারি হাসপাতাল)। আইন: ডিস্ট্রিক্ট জজ মিরান উদ্দিন। ব্যবসা: ইকাবল ব্যাংকুইটিং-এর স্বত্ত্বাধিকারী ইকবাল আহমেদ। ক্রীড়া: জাতীয় ফুটবল কোচ লিটন জামান। রাজনীতি: স্কটিশ এমএসপি ফয়সাল চৌধুরী এমবিই। নবীগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নে ‘নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’ দীর্ঘদিন ধরে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। একটি শিক্ষিত ও সচেতন নবীগঞ্জ গড়াই এ সংগঠনের মূল লক্ষ্য। পরিশেষে, সভাপতি মোঃ মাহতাব মিয়া তার সমাপনী বক্তব্যে বলেন, “আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” এ সময় সভায় বিপুলসংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন এবং অতিথিদের মধ্য থেকে পাঁচজন ট্রাস্টে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার ঘোষণা দেন।