শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জনতার হাতে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক আটক হবিগঞ্জে বৈষম্য বিরোধী দু’গ্রুপের উত্তেজনা ॥ চেয়ার ভাংচুর সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত হত্যার চেষ্টা মামলায় লুৎফুজ্জামান বাবরের জামিন নবীগঞ্জে আবারও মুরাদসহ ২ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা বানিয়াচংয়ে লোডশেডিং নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে পল্লী বিদ্যুৎ ও প্রশাসন’র মতবিনিময় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের গাছের চারা বিতরণ আজমিরীগঞ্জে ফসল রক্ষা বাঁধে ভাঙ্গন ॥ কর্তৃপক্ষ নির্বিকার মাধবপুরে লুণ্ঠিত মালসহ ৩ ডাকাত গ্রেফতার জনতার উপর হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ-এর আয়োজনে ২৫০ বন্যার্ত পরিবারে ত্রান বিতরণ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার ॥ আমি রাজনৈতিক প্রভাবমুক্ত সুশৃংখল পুলিশ গড়তে বদ্ধ পরিকর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. রেজাউল হক খান দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা হরেছেন। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর হবিগঞ্জের বাসিন্দা হয়ে গেছি। আপনারা আমাকে যতদিন রাখবেন আমি ততদিন থাকবো। তিনি তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আমি কোন ধরনের দুস্কৃতিতে জড়াই নাই, কাউকে দুস্কৃতি করতে দেব না”। এটা আমার শ্লোগান থাকবে। তিনি বলেন, অপরাদমুলক কর্মকান্ডের জন্ম দেয়। মাদক থেকে সমস্ত অপকর্ম চড়ায়। ইতিমধ্যে বিজিবির সাথে কথা বলে কাজ করবো। যাতে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করতে না পারে।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সারাদেশের ন্যায় হবিগঞ্জের পুলিশের দায়িত্বেও ব্যাপক রদবদল হয়েছে।
নবাগত পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জে কর্মরাত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। সভার শুরুতেই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পুলিশ সুপার মো. রেজাউল হক খান তার বক্তব্যে বলেন, হবিগঞ্জে যোগদানের পর বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করার জন্য উদ্বুদ্ধ করছি। অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত বানিয়াচং থানা পরিদর্শন করেছি। জেলার প্রতিটি থানায় স্বাভাবিক কার্যক্রম ফিরে আসতে শুরু করেছে। আমরা পুলিশকে পেশাদার, জবাবদিহিমূলক, জনবান্ধব ও রাজনৈতিক প্রভাবমুক্ত সুশৃংখল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধ পরিকর। আমরা সুন্দর মন নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করতে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, দেশে নতুন এই অধ্যায়ের সূচনালগ্নে পুলিশ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের সম্পর্ক হবে পরস্পরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রদানের মাধ্যমে দেশ গঠন ও পুলিশের কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে আইনের শাসন, মানবাধিকার ও পুলিশের প্রতি জনগণের আস্তা ফিরিয়ে আনা যায়। শতভাগ ঘুষ ও দুর্নীতি মুক্ত জেলা পুলিশ গঠন করার লক্ষ্যে আমি কাজ করব।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সামছুল ইসলাম সামছ, আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুল হালিম, সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, শরীফ চৌধুরী, শ্রীকান্ত গোপ, মোঃ নুর উদ্দিন, সুরুজ আলী, মীর আব্দুল কাদির, জুয়েল চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, এম এ রাজা, রাহিম চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, পুলিশ সুপার মো. রেজাউল হক খান গত ৩১ আগষ্ট হবিগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com