রবিবার, ১২ মে ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ মার্ডার মামলার প্রধান আসামী বদির ব্রাহ্মবাড়িয়া থেকে গ্রেপ্তার ॥ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ॥ শিক্ষক রিপন দাস ও নিম্নমান সহকারী রুমেন চৌধুুরী বরখাস্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির সদর থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি আটক ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারকে সুরবিতানের সংবর্ধনা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক টিপুকে সমর্থন ও সহযোগিতার আহ্বান ॥ ১৮ মে শনিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমাবেশ আগুয়া গ্রামে সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে দেখতে গেলেন এমপি রুয়েল ও সাংবাদিক পাবেল

নবীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেছেন- আমাদের সবাইকে ঘাম ও শ্রম দিয়ে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলতে কাজ করতে হবে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, শিক, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন- বতর্মান সরকার শিাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে তরুণপ্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে, শিক্ষকরা বই পড়ে আলোকিত হলে ছাত্রছাত্রীরা আলোকিত হবেন। বই পড়ার মধ্য দিয়ে জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি করতে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন- নবীগঞ্জ শহরের যানজটসহ সকল সমস্যা দূরকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে, সবার নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমস্যা দূর করা সম্ভব। তিনি হবিগঞ্জ জেলাকে বাংলাদেশ তথা পুরো বিশ্বের সামনে তোলে ধরতে সকলের সহযোগীতা কামনা করেন। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দীন (বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর নূর, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, শিক্ষক প্রতিনিধি বিপুল চন্দ্র দেব, আনন্দ নিকেতনের সভাপতি দেবুল ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন-মাওলানা মাহবুবুর রহমান, গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্তী। অনুষ্ঠানে দুইজন ক্যান্সার রোগীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে চেক প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com