রবিবার, ১২ মে ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ মার্ডার মামলার প্রধান আসামী বদির ব্রাহ্মবাড়িয়া থেকে গ্রেপ্তার ॥ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ॥ শিক্ষক রিপন দাস ও নিম্নমান সহকারী রুমেন চৌধুুরী বরখাস্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির সদর থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি আটক ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারকে সুরবিতানের সংবর্ধনা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক টিপুকে সমর্থন ও সহযোগিতার আহ্বান ॥ ১৮ মে শনিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমাবেশ আগুয়া গ্রামে সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে দেখতে গেলেন এমপি রুয়েল ও সাংবাদিক পাবেল

পা হারানো পরিচ্ছন্নতা কর্মীকে দোকান দিল হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্নতা কর্মীরা আমাদেরই পরিবারের সদস্য। নিত্যদিনের আবর্জনা পরিস্কার করতে তাদেরকে অনেক ঝুকি মোকাবেলা করতে হয়। কিন্তু আমরা তাদের কল্যাণে কতটুকুইবা ভূমিকা রাখতে পারি!’- গ্যাংগ্রিন রোগে পা হারানো পরিচ্ছন্নতা কর্মী আছকির মিয়ার হাতে দোকানঘর অনুদানের চাবি হস্তান্তরের সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এ কথা বলেন। মেয়র বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মীরা আমাদেরই সমাজের এবং আমাদেরই পরিবারের সদস্য। কিন্তু তারা জীবিকার তাগিদে এই ঝুকিপূর্ন কাজে নিজেদেরকে জড়িত করেছেন। আমাদের ফেলে দেয়া বর্জ্য তাদেরকে প্রতিদিন বাধ্যতামুলকভাবে পরিস্কার করতে হয়। এ সমস্ত আবর্জনা পরিস্কার করতে গিয়ে অনেক সময় তারা আহত হয়। মুলত তারা তাদের জীবনকে ঝুকির মধ্যে রেখেই নোংরা আবর্জনা পরিস্কারের কাজটি করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সঠিকভাবে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা না ফেলে রাস্তা-ঘাটসহ যেখানে সেখানে ফেলে দিই।’ মেয়র বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মী আছকির মিয়ার অস্ত্রোপচারের ব্যবস্থা করায় সে এখন পা হারালেও সুস্থভাবে জীবনযাপন করছে। তার সহযোগিতায় যেমন আমরা এগিয়ে এসেছি তেমনি অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীর নানা সমস্যায়ও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।’ উল্লেখ্য, গত মে মাসের ১৭ তারিখ গ্যাংগ্রিন আক্রান্ত পরিচ্ছন্নতা কর্মী আছকির মিয়ার অপারেশনের ব্যবস্থা করেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর উদ্যোগে আছকির মিয়াকে মালামালসহ একটি দোকানঘর অনুদান দেয়া হয়। ওই দোকানের ঘরের নাম দেয়া হয় স্বপ্নের বাতিঘর। আনুষ্ঠানিকভাবে ওই ঘরের চাবি আছকির মিয়ার হাতে তুলে দেন মেয়র আতাউর রহমান সেলিম। মোঃ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘আছকির মিয়া যাতে করে নিজে কাজ করে তার জীবিকা নির্বাহ করতে পারে তাই তাকে দোকানঘর উপহার দেয়ার চিন্তা করেছি।’ এ সময় হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কদ্দুছ শামীমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com