রবিবার, ১২ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ মার্ডার মামলার প্রধান আসামী বদির ব্রাহ্মবাড়িয়া থেকে গ্রেপ্তার ॥ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ॥ শিক্ষক রিপন দাস ও নিম্নমান সহকারী রুমেন চৌধুুরী বরখাস্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির সদর থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি আটক ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারকে সুরবিতানের সংবর্ধনা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক টিপুকে সমর্থন ও সহযোগিতার আহ্বান ॥ ১৮ মে শনিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমাবেশ আগুয়া গ্রামে সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে দেখতে গেলেন এমপি রুয়েল ও সাংবাদিক পাবেল

বানিয়াচঙ্গে বিনা লাইসেন্সে ব্যবসা করায় ॥ ইউপি চেয়ারম্যানের দেয়া দণ্ড উচ্চ আদালতে বহাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে স্থানীয় সরকার আইনে তাৎক্ষনিক ১৫ হাজার টাকা জরিমানার বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেও দণ্ড মওকুফ পাননি গ্যানিংগঞ্জ বাজারের ধান চাল ব্যবসায়ী আনোয়ার হোসেন। প্রকাশ, গত বছর ১৭ জুলাই বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ট্রেড লাইসেন্স ব্যতিত ব্যবসা পরিচালনা করার অপরাধে গ্যানিংগঞ্জ বাজারের আজমিরীগঞ্জ রোডের জাহাঙ্গীর মার্কেটের ধান চালের আরতদার আনোয়ার হোসেনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ এর পঞ্চম তফসিলের ৫৪টি বিবেচ্য অপরাধ সমূহের ৩নং অপরাধের দায়ে ৮৯ (২) ধারায় তাৎক্ষনিক বিচারে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরদিনই সংক্ষুব্দ ব্যবসায়ী আনোয়ার হোসেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২০/২০১৩ আপীল মামলা দায়ের করেন। এদিকে শুনানী শেষে ইউ.পি চেয়ারম্যানের রায় বহাল-এর আদেশ দিয়ে বিজ্ঞ এডিএম সুলতান আলম সংশ্লিষ্ট ইউ.পিতে মুলনথি প্রেরণ করেন। মামলার নথি ইউ.পি সচিব অজিত সরকার গতকাল পেয়েছেন বলে স্বীকার করে বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার ৫৪টি অপরাধ দমনের কঠোর আইনটি প্রয়োগের জন্য ইউপি চেয়ারম্যানদের ক্ষমতা দিয়েছে। স্থানীয় সরকার আইন ২০১০ বিষয়ে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, সকল সরকারী ও বেসরকারী সংস্থা এবং জনগণ এ আইনটি মেনে চললে প্রতিটি গ্রাম বাংলার দ্রুত সার্বিক উন্নয়ন ঘটবে এবং বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলা গড়ে উঠবেই। মামলার বিষয়ে প্রশ্নোত্তরে তিনি জানান ওই আইনের ৮৯(৩) ধারা অনুযায়ী অপরাধ সংঘটনের দিন থেকে প্রতিদিনের জন্য দু’শত টাকা হিসেবে ৩৫০ দিনের জরিমানা আদায়েরও বিধান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com