স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সকালে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী শহরের জঙ্গল বহুলায় অভিযান চালিয়ে মৃত মনতাজ মিয়ার পুত্র দুলাল মিয়া, ধুলিয়াখাল গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র শফিক মিয়া ও ৩নং পুল এলাকার মৃত ছাবু মিয়ার পুত্র জাহির মিয়াকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।