শনিবার, ১৭ মে ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে এক নারীর তিন পুত্র সন্তান প্রসব

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৬৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী রেখা আক্তার (৩০) নামের এক নারী এক সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের সেন্ট্রাল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন। তিন সন্তানের মধ্যে সবাই ছেলে।
রেখা আক্তার উপজেলার নোয়াগাঁও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী। একসঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামসহ নবীগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়ে’। নবজাতক তিনটির বাবা আব্দুল বাছেত বলেন- রেখার প্রসব ব্যাথা শুরু হলে গ্রামের লোকজন সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার রাজিব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মা’সহ তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com