সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ সাফকাত এমবিএ মাধবপুরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল ॥ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ওসি বানিয়াচং সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আফজল হোসেন আর নেই কালারডোবা ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অচেতন যুবক উদ্ধার শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডে ৩ ট্রান্সফরমার পুড়ে গেছে ॥ ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হবিগঞ্জবাসী এলাকাভিত্তিক ভাগে চলছে সরবরাহ

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টিনের ঘর থেকে দেখতে দেখতে হবিগঞ্জ প্রেসক্লাব এখন তিন তলা ভবন। সদস্য সংখ্যাও বেড়েছে অনেক। কিন্তু কোন কর্মসূচি না থাকলে এই ক্লাবে সাংবাদিকদের হৈ হুল্লুর খুব একটা জমে না। তবে দীর্ঘদিন পর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় সোমবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুখরিত ছিল প্রেসক্লাব। উদ্বোধনী দিনে ইনডোর গেমসে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ক্লাব সদস্যরা সারা বছরই এমন জমজমাট ক্লাব প্রত্যাশা করেন এদিনের আয়োজন দেখে।
প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুরু হয় দাবা, কেরাম একক ও কেরাম দ্বৈত প্রতিযোগিতা। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। তিনি এই আয়োজনকে স্বাগত জানান এবং সব ধরণের সহযোগিতার আশ^াস দেন। এসময় কাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আউটডোরের খেলা হবে ২৫ ডিসেম্বর। ওই দিন সকাল ১০টায় জালাল স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হবে। এতে ক্লাব মেম্বাররা ছাড়াও তাদের স্ত্রী ও সন্তানদের জন্য রয়েছে বিভিন্ন ইভেন্ট। ক্লাবের বাহিরে জেলার সকল সাংবাদিকদের জন্যও রাখা হয়েছে বিভিন্ন খেলাধুলা।
খেলাধুলা আয়োজন উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও সদস্য আব্দুল মইন চৌধুরী টিপু জানান, আউটডোর গেমসে দৌড়, বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা দুই দলে বিভক্ত হয়ে লড়বেন ফুটবল ও ক্রিকেটে। তারা জেলার সকল কর্মরত সাংবাদিকদেরকে ২৫ ডিসেম্বর জালাল স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com