শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

চুনারুঘাটে ওরসের নামে অশ্লীলতা পণ্ড করে দিলেন ইউএনও

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৪৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের একটি মাজারে ওরসের নামে অশ্লীলতা চলাকালে পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি। বৃহস্পতিবার রাতে চুনারুঘাটের সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ফতু শাহ আল চিশতী (রহ:) এর বার্ষিক ওরসের নাম করে অশ্লীলতা চলাকালে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি সরজমিন প্রত্যক্ষ করে তা পণ্ড করে দেন। এ সময় আয়োজককারী দুইজনকে আটক করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে,  স্থানীয় কিছু লোকের উদ্যোগে ওই মাজারে ওরসের আয়োজন করা হয়। কিন্তু ওরসের নামে চলছিল নারীদের বেলাল্লাপনা নাচ-গান এবং সেই সাথে মদ-গাঁজা ও জুয়ার আসর বসানো হয়। বিষয়টি মোবাইল ফোনে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবিকে জানানো হয়। ঘটনার সত্যতা জানার জন্য তাৎক্ষণিক তিনি ছুটে যান ঘটনাস্থলে। সেখানে নারীদের অশ্লীলতা এবং মদ-গাঁজা ও জুয়ার আসর প্রত্যক্ষ করে সব আয়োজন পণ্ড করে দেন। এসময় আয়োজক কারীর মধ্যে দু’জনকে আটকও করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফেসবুক স্ট্যাটাস দেন। তাঁর স্ট্যাটাসটি হুবহু ছাপা হলোÑ
অশ্লীলতা ও জুঁয়ার আসর বানচাল।
রাত ১০.৩০
স্থান : সাটিয়াজুরীর সুন্দরপুর গ্রামের মাজার এলাকা।
ফোনে অভিযোগ পেলাম যে ওরশ শরীফ আয়োজনের নামে সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মাজার এলাকায় নাঁচ, গান, মেয়ে নিয়ে অশ্লীলতা, জুঁয়ার আসর ইত্যাদি চলছে। সত্যতা যাচাইয়ে এই রাতেই বেরিয়ে পড়লাম, ভেবেছিলাম ছোট কোন আয়োজন। স্পটে পৌঁছে দেখি হাজার হাজার লোকের ভীড়। শেখ ফতু শাহ আল চিশতী (রহ:) এর বার্ষিক ওরশ উদযাপনের নামে মাজারের আশপাশ এলাকায় সাত আটটি বড় বড় পৃথক প্যান্ডেল ও স্ট্যাজে গান নাঁচের জমজমাট আসর চলছে। পাশাপাশি চলছে জুঁয়ার উৎসব। অধিকাংশ তরুণ প্রজন্ম মেতেছিল এই আয়োজনে।  কিন্তু মাজার লোকশূণ্য। একক প্রচেষ্টায়? সকল অনৈতিক আয়োজন বানচাঁল করে ফিরেছি। আটক করা হয়েছে আয়োজকদের দুজনকে।
এলাকার সচেতনরা এই অনাচার মেনে নিচ্ছেন কিভাবে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com