শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

সাবেক মন্ত্রী মোস্তফা শহীদের স্মরণ সভায় হানিফ ॥ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন পাকিস্তানীদের এজেন্ট

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৪৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম মোস্তফা শহীদ ছিলেন গুণী মানুষ। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তাকে আমরা ভুলতে পাবর না। তিনি আমাদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবেন। তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। বিএনপি ক্ষমতায় এসে বোমাবাজি শুরু করেছিল। বিএনপি আমলে দেশে ১২৫টি জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছে। তারাই আজ দেশেকে অস্তিতিশীল করতে বোমাবাজি করছে। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে রক্ষা করেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ হবে। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন।
রবিবার বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও এনামুল হক মোস্তফা শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ স্মরণ সভার আয়োজন করে।
চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আকবর হোসেন জিতু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডঃ মিজবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, আব্দুল কাদির লস্কর, আব্দুল কাদির চৌধুরী, মৌলভীবাজার পৌর মেয়র আফজাল হোসেন, মৌলভীবাজার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, হবিগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতার মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী ও সেক্রেটারি মুকিদুল ইসলাম মুকিত।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এসে খালেদা জিয়ার উপায় নেই। বেগম খালেদা জিয়া এখন সাপের ক্ষমতা ফানা তুলেছেন, সময় হলে লেজ গুছিয়ে নির্বাচনে আসবেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, আদালতে তার সাজা হয়ে গেলে তাকে বাদ দিয়েই বিএনপি নির্বাচনে যাবে।
বক্তব্য রাখেন, এনামুল হক মোস্তফা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব নিজামুল হক রানা, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com