মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১২:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেট-ঢাকা মহাসড়কে আগামীকাল বুধবার বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন। রাজধানীর সায়দাবাদে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার সিলেট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমেদ ফলিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়ি ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের মারধরে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক বাবুল দেবনাথের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেলিম আহমেদ।