বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
মখলিছ মিয়া ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দুরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী ও পুলিশ। কিন্তু অধিকাংশ মানুষজন ঘরে থাকা বা সামাজিক দুরত্ব বজায় রাখা অনেকটাই মানছে না। এ অবস্থায় প্রশাসন ও সেনাবাহিনী এবং পুলিশ কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ মতিউর রহমান খাঁনের নেতৃত্বে সেনা বাহিনীর লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদারসহ, সেনাবাহিনী ও পুলিশ আজমিরীগঞ্জ উপজেলার সদর বাজার, সৌলরী বাজার, কাকাইলছেও বাজার, শিবপাশা বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দেয়।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে অযথা বাহিরে ঘোরাঘুরি না করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন মেনে চলা সহ বিভিন্ন নির্দেশনামুলক মাইকিং করা হয়। এসময় সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় কয়েকটি প্রতিষ্টান কে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খাঁন ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন মালিককে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। তন্মধ্যে কালিপদ দাসকে ১ হাজার টাকা, সুরবিন্দ রায়কে ৫শ টাকা, চক্র রায়কে ৫শ টাকা, দেবাশীষ রায়কে ১ হাজার টাকা, জিয়াউর রহমান কে ১ হাজার টাকা এবং আদেশ অমান্য করে ট্রাকে করে লোক পরিবহন করায় আবুল হাসিমকে ১ হাজার টাকা, শাহীন মিয়াকে ২ হাজার টাকা, সাজু মিয়াকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মতিউর রহমান খাঁন জানান, সামাজিক দুরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা মুলক টহল ও অভিযান চালাচ্ছে, বিশেষ জরুরী কাজ ছাড়া কেউ যেন বাড়ীর বাহিরে না আসেন, এজন্য সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করা হয়েছে, সরকারী নির্দেশ অমান্য করে কেউ যদি রাস্তা-ঘাটে অযথা ঘোরাফেরা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।