বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শহরে উচ্ছেদ নিয়ে আতাউর রহমান সেলিমের বিবৃতি

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদ-নদী ও জলাশয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ও খোয়াই নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শহরের জলাবদ্ধতা নিরসন এর উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে দেশের কল্যাণে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু হবিগঞ্জ শহরের পুরতান রেল লাইনের উভয়পাশে লীজ গ্রহীতাদেরকে কোন নোটিশ বা সুযোগ না দিয়ে প্রশাসন যেভাবে উচ্ছেদ পরিচালনা করে সব কিছু গুড়িয়ে দিয়ে ১ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়েছে তা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে তা কি কেউ ভেবে দেখেছেন। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লোক ক্ষতিগ্রস্থ হল। এই উচ্ছেদের নামে প্রায় ১০০ কোটি টাকার স্থাপনা এবং ব্যবসায়ীদের মালামাল ধ্বংস হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের বিকল্প ব্যবস্থা করার এবং নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেয়ার সুযোগ না দিয়ে যে কাজটি করা হয়েছে তা নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের কোন প্রতিনিধি কেন মূখ খুলেননি এই প্রশ্ন আমার। বিবৃতিতে আতাউর রহমান সেলিম বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার রয়েছে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে জনগণ স্বস্থিতে থাকেন। কিন্তু পুরাতন রেল লাইনের পাশে যেভাবে উচ্ছেদ করা হয়েছে তাতে করে আমরা স্তম্ভিত। সামরিক সরকারের সময়ও প্রশাসন জনগনের উপর এভাবে স্টিম রোলার চালায়নি। হবিগঞ্জবাসী অবগত আছেন, হবিগঞ্জের পুরাতন রেল লাইন পরিত্যাক্ত হলে এর উভয় দিকের জমি বাণিজ্যিক ও কৃষি হিসাবে লোকজন বন্দোবস্ত এনে ব্যবসা বাণিজ্য শুরু করে। এতে করে ১ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। পুরাতন রেল লাইনে যখন বাইপাস চালু হয়। শুরুতে সেটি অকার্যকর ছিল। পরবর্তিতে রেল লাইনের জমিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে রাস্তাটি স্বক্রিয় হয় এবং শহরের রাস্তায় অনেক চাপ কমে যায়। কিন্তু সম্প্রতি রেলের এই জমি সড়ক ও জনপথ ক্রয় করে। সড়ক ও জনপথ এখানে রাস্তা প্রশস্থ করবে জানতে পেরে রেলের জমি লীজ গ্রহীতারা স্বেচ্ছায় তাদের স্থাপনার ২০/২৫ ফুট ভেঙ্গে দেন। এদিকে শহরের জলাবদ্ধতা নিরসনে পুরাতন রেল লাইনের পাশের খাল উদ্ধারের ঘোষণা দেয়া হয়। আমরাও চেয়েছিলাম এই জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার হউক। কিন্তু কোন ধরনের নোটিশ অথবা কাউকে কোন সুযোগ না দিয়ে বুলডোজার দিয়ে পুরাতন রেলে লাইনের পাশের সকল স্থাপনা নির্বিচারে রাতারাতি ভেঙ্গে ফেলা হল। কাউকে কোন সুযোগ দেয়া হল না তাদের মালামাল এবং স্থাপনা সরিয়ে নেয়ার জন্য। জলাব্ধতার জন্য যে স্থানে প্রতিবন্ধকতা ছিল সেখানে কোন উচ্ছেদ করা হয়নি। আমার প্রশ্ন হল, সড়ক বিভাগ যেহেতু রেলের এই জমি ক্রয় করেছে নিশ্চয় তারা সেখানে স্থাপনা করবে। সরকার উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করবে। কিন্তু চাইলেইতো একদিনে কোন প্রকল্প গ্রহণ করা যায় না। আবার সকল ভূমিতেই স্থাপনা হবে না। তাহলে কেন এবং কার ইশারায় এই রাতারাতি উচ্ছেদ হল সেই প্রশ্ন আমার। কারণ সেখানে থাকা ব্যবসায়ীরা একটু সুযোগ পেলে তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। নিজেদের মালামাল সরাতে পারতেন। আতাউর রহমান সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বেকারত্ব দূর করতে ঘরে ঘরে চাকুরী দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হবিগঞ্জের প্রশাসন সেখানে এক ধাক্কায় ১ হাজার পরিবারকে বেকার করে দিল। এখন কি হবে এই ১ হাজার পরিবারের। জীবিকা নির্বাহের জন্য অনেকেই অবলম্ভন হারিয়েছেন। এখন যদি তারা অপরাধে জড়িয়ে পড়েন তাহলে কে নিবে এর দায়। আমি আরও আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম একটি রাজনৈতিক সরকারের আমলে প্রশাসন স্বেচ্ছাচারী মনোভাব প্রদর্শন করল। কোন জনপ্রতিনিধি তার জনগনের পাশে দাড়ালেন না। ব্যবসায়ী নেতৃবৃন্দ রেল লাইনের ব্যবসায়ীদের দুঃখে ছুটে আসলেন না। সুশীল সমাজের কোন প্রতিনিধি এগিয়ে আসলেন না। যদি এভাবে চলতে থাকে তাহলে সমাজ কিভাবে পরিচালিত হবে। জনগণ কোথায় আশ্রয় পাবে। মনে রাখতে হবে শুধু আইন দিয়ে সবকিছু বিচার করতে নেই। মানুষের আবেগ আর সুখ-দুঃখেরও মূল্য দিতে হয়। জনগনের কল্যাণের বিষয়টিকে সবছেয়ে বেশী গুরুত্ব দিতে হয়।
আতউর রহমান সেলিম উদ্মেগ এর সাথে বলেন, ওয়ান ইলিভেন সহ বিভিন্ন সময় সরকারি অবৈধ দখল যেভাবে উচ্ছেদ করা হয়েছিল তার অনেক আবার দখলে নিয়ে গেছে। শহরের অনেক প্রভাবশালী সরকারি জায়গা দখল করে রেখেছে। এছাড়াও জলাবদ্ধতা সৃষ্টির জন্য আরো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। শহরে প্রভাবশালীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই প্রশ্ন আমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com