বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বার্মিংহামে বাংলা নববর্ষ ১৪২১ বরণ

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৩৮৬ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ বার্মিংহামের পিকাডেলী ব্যানকুইটিং হলে গত ১৪ এপ্রিল সোমবার বিকাল ৭টার সময় সকল অশুভ শক্তির বিনাশ ও সকলের জন্য সুন্দর সুস্থ ভবিষ্যত কামনা করে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ। সংগঠনের সভাপতি এলাহি হক সেলুর সভাপতিত্বে ও আশরাফুল ওয়াহিদ দুলাল এর উপস্থাপনায় বৈশাখী মেলাকে উজ্জীবিত করে তুলে।
অনুষ্ঠানে ৩জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- ইবরাহিম আলী, কমরেড মসুদ আহমদ ও মো. কবির উদ্দিন। এ সময় বার্মিংহামের সহকারী হাইকমিশনার ফয়ছল আহমেদ, সংগঠনের সভাপতি এলাহি হক সেলু ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের বাংলাদেশের জাতীয় পতাকা উপহার দেন।
প্রায় পাচ শতাধিক দর্শকের এই উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইবরাহিম আলী, কমরেড মসুদ আহমদ, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, এনামুল হক খান নেপা, নুরুল ইসলাম কিছলু, আব্দুস শুকুর। এছাড়াও অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগ সভাপতি কবির উদ্দিন, ইব্রাহিম আলী, আলী ইসমাইল, মুক্তিযোদ্বা আব্দুল হামিদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিছবাহুর রাহমান মিছবাহ, ফখরুল ইসলাম, নাসির আহমেদ শ্যামল, শেখ মো. আব্দুল গফুর, হবিগঞ্জ সোসাইটি ইউকের সেক্রেটারি এম এ মুন্তাকিম, প্রমুখ।
চিরসবুজ বাংলার নতুন
প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসে বৈশাখী উৎসবের এই আয়োজন।
মেলায় বি
ভিন্ন রকমের স্টলের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য বাউন্সি ক্যাসলের ব্যবস্থা ছিল। অনুষ্ঠান এ সংগীত পরিবেশন করেন সুমিত, অমিত দে, রোজী সরকার, শেফালী ও ঝুমাসহ বিভিন্ন শিল্পীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com