মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ তিন উপজেলায় আওয়ামীলীগ বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ ৫৪ চেয়ারম্যনা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০১৬
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের ৩ উপজেলার ২৭ ইউনিয়নে ৪ সাংবাদিক প্রার্থীসহ ৫৪ চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন ঃ স্বতন্ত্র প্রার্থী মাসুক মিয়া (৬৮ ভোট)। এ ছাড়া ১নং স্নœানঘাট ইউনিয়নে জাপা প্রার্থী আব্দুল কাদির (৯২ ভোট), পুটিজুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ মুখলিসুর রহমান (১৩৩১ ভোট), শাহ ওবাদুর রহমান (২৯৪ ভোট), এম সাবাজ (২৬০ ভোট) ও তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী (৪৭ ভোট), ৪নং বাহুবল ইউনিয়নে জাপা প্রার্থী ফারুক আহমেদ (৫৪৪ ভোট) ও বিএনপি প্রার্থী সামায়ূন কবির চৌধুরী (৯৮৭ ভোট), স্বতন্ত্র প্রার্থী সিরাজ মিয়া (১০০৫ ভোট), ৫নং লামাতাশী ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুল আহাদ কাজল (১০২১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল কাইয়ূম (৭৫ ভোট), ৬নং মিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মীর একেএম জমিউন নবী ফয়সল (১৪৭২ ভোট), জাপা প্রার্থী সবুজুল হক সবুজ (১৪০০ ভোট) ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে খেলাফত মজলিসের প্রার্থী সাংবাদিক দিদার এলাহী সাজু (১০৭ ভোট), ৩নং সাতকাপন ইউনিয়নে খেলাফত মজলিসের প্রার্থী সাংবাদিক সাঈদ আহমেদ (১২৮ ভোট) পাওয়ায় জামানত হারিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মমিন (২৪৯ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন (২৯৬ ভোট), স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন (৬৭৪ ভোট) পাওয়ায় জামানত হারান। এ ছাড়া হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়নে জাপা প্রার্থী আব্দুল করিম (৭১৫ ভোট), আ’লীগের বিদ্রোহী মোজাম্মেল হক মনু (৫৫৭ ভোট), রিচি ইউনিয়নে কমিউনিষ্ট পার্টির মোঃ সামছু মিয়া (৯১ ভোট), তেঘরিয়া ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর (৭০০ ভোট), বিএনপির এডভোকেট আফজাল হোসেন (৭৭৩ ভোট), স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন (৫০২ ভোট), ইসলামিক ফ্রন্টের আব্দুস সামাদ (২৭৪ ভোট), পইল ইউনিয়নে বিএনপির আব্দুস ছোবহান (৬৪) ভোট, গোপায়া ইউনিয়নে স্বতন্ত্র মোঃ সামছুজ্জামান চৌধুরী (৫৩২ ভোট) স্বতন্ত্র মিজানুর রহমান (২৩৪ ভোট), প্রফেসর মুজিবুর রহমান দিপু (১১১ ভোট), রাজিউড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম বাবুল (৮৭৬ ভোট), স্বতন্ত্র সাইদুল হক (৭৩৭ ভোট), মাওলানা আরিফ উদ্দিন (৩৭০ ভোট), মতিউর রহমান (৩৩৪ ভোট), নিজামপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী সাংবাদিক মোঃ লেমন চৌধুরী (২৮৫ ভোট), এনপিপি প্রার্থী মোঃ তোরাব আলী (২৭৪ ভোট) ও স্বতন্ত্র প্রার্থী মোছাঃ মাহমুদা আক্তার শেলী (৭ ভোট), লস্করপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল ইসলাম (১৮১ ভোট), ইসলামিক ফ্রন্টের প্রার্থী সাহাবুদ্দিন (১৩৭ ভোট) পাওয়ায় জামানত হারান। এদিকে চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নে জাপা প্রার্থী রফিকুল ইসলাম (১৬২ ভোট), আহম্মদাবাদ ইউনিয়নে জাপার প্রার্থী যুবরাজ ঝরা (৫৮৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিন বাবলু (৪৭৬ ভোট), বিএনপির গোলাম মোস্তফা (৩০৯ ভোট) স্বতন্ত্র গোপী তাতী (১৪৭ ভোট) দেওরগাছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অভিলাস গোস্বামী (৫৭৭ ভোট), শানখলায় স্বতন্ত্র প্রার্থী শেখ মিজানুর রহমান (৬২৩ ভোট), স্বতন্ত্র প্রার্থী শাহ আলম (৯৬০ ভোট), মোঃ সিরাজুল ইসলাম (১১৩৬ ভোট), রাণীগাও ইউনিয়নে কবির মিয়া (৬২৩ ভোট), মিরাশী ইউনিয়নে আ’লীগের শফিউল তালুকদার (১০৯৮ ভোট), বিএনপির মনিররুল ইসলাম (৪৭০ ভোট) ইসলামিক ফ্রন্ট আব্দুল মমিন (৭৭ ভোট) পাওয়ায় জামানত হারান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com