শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বানিয়াচঙ্গে চেয়ারম্যান পদে ৭ ও মেম্বার পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ॥ আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
  • ৪৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ৩য় দফা ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ গত ৬ এপ্রিল বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৭ জন, মেম্বার পদে ১৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণের কাছে। প্রত্যাহারকারী চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন কাগাপাশা ইউনিয়নের মকবুল হোসেন খান (স্বতন্ত্র), বড়ইউড়ি ইউনিয়নের আহমেদ সালেহ (বিএনপি বিদ্রোহী), ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের আবুল কাশেম মাসুদ লস্কর (স্বতন্ত্র), ১১নংমক্রমপুর ইউনিয়নের জাকির হোসেন চৌধুরী, ১৪নং মুরাদপুর ইউনিয়নের আকাদ্দছ হোসেন তালুকদার (বিএনপি বিদ্রোহী), ১০নং সুবিদপুর ইউপি সামছু উদ্দিন আহমেদ (জাতীয়পার্টি)। ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৯ জন, মেম্বার পদে ৫শত ৭১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শত ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। তন্মধ্যে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে আওয়ামীলীগের ১৪ জন, বিএনপি ১৪ জন, স্বতন্ত্র ৪২ জন, জাতীয় পার্টি ৫ জন, জমিয়তে উলামায়ে ইসলাম ২জন এবং খেলাফত মজলিশ এর ২জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এদিকে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসারগণ। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় উপজেলা চত্ত্বরে বিপূল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর লোক মোতায়েন থাকবে বলে বানিয়াচং থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com