শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

শাহ্জীবাজারের ওয়াপদা বাজারের ব্রীজটি ঝুকিপূর্ণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার শাহ্জীবাজার-দরগাহ্ গেইট বাইপাস পুরাতন সড়কের ওয়াপদা বাজার ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে আছে দীর্ঘ ৩ বছর যাবত। ফলে এই সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, এক সময়ের ব্যস্ততম পুরাতন শাহ্জীবাজার-দরগাহ্ গেইট এর সড়কের ওয়াপদা বাজার ব্রীজটি রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনোপযোগী হয়ে পড়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে কোন সমস্যা হলে ঢাকা-সিলেটের যানবাহনগুলো ওই সড়ক দিয়ে চলাচল করত। ব্রীজটির সামনে বড় গর্ত হওয়ায় এবং ব্রীজটি ধেবে যাওয়ায় ওই স্থান দিয়ে কোন ধরণের যানবাহন চলাচল করতে পারছে না। ওই এলাকাটিতে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে উলে­খযোগ্য রাবার বাগান, বিদ্যুত কেন্দ্র, গ্যাসফিল্ড, রঘনন্দন রেঞ্জ অফিস ও লালচাঁন চা-বাগান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ওই সব প্রতিষ্ঠানের লোকদো যাতায়াতের জন্য ওই ব্রীজটি ব্যবহার করতে হয়। কয়েক বছর ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এতে ওই সব প্রতিষ্ঠানের লোকজন যানবাহন নিয়ে বাধ্য হয়ে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর, রিয়াজ, তাজপুর, রাধাপুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষ এই ব্রীজটি দিয়ে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকে। এভাবে চলতে গিয়ে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। গর্ত থাকায় দিন দিন ব্রীজটি আরো ঝুকিপূর্ণ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান-গর্তটি ভরাট করলে ওই ব্রীজটি রক্ষা করা সম্ভব। ব্রীজটি মেরামত হলে ওই সব প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার জনসাধারণের পথ চলাচলের সুবিধা হবে। এতে জনদুর্ভোগ লাঘব হবে। ব্রীজটি নতুন করে মেরামত করা হলে ২০টি গ্রামের মানুষ আসা যাওয়া সুবিধা হবে। উলে­খ্য, বেশ কয়েকবার স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় ব্রীজটি এই ঝুকিপূর্ণ বিবরণ তুলে ধরা হলেও কর্তৃপক্ষের কোন নজরে আসছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com