বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চেয়ারম্যান সাহাব উদ্দিনের যোগদানকালে এমপি আবু জাহির \ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখেই ঘরের ছেলে ঘরে ফিরেছে

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ৩ বারের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন আহমেদ অনেক বাধা বিপত্তির পর রাজকীয়ভাবে ৩ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ৩ শতাধিক বিএনপির নেতাকর্মী নিয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপির হাতে ফুল দিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক এডঃ শাহ ফকরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মুকিদুল ইসলাম, সাবেক পাঠাগার সম্পাদক সাংবাদিক পাবেল খান চৌধুরীসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। যোগদান পুর্ব আলোচনা সভার বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালবার্ট নির্মাণ, নতুন নতুন মসজিদ মাদ্রাসা নির্মাণ ও সংস্কার করে যাচ্ছে। তিনি বিদ্যুৎ ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের কথা উলে­খ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দিনে দুই থেকে তিন ঘন্টা সময়ও বিদ্যুৎ থাকতো না। আর এখন মাসের পর মাস বিদ্যুৎ যায় না। তাদের সময়ে বিদ্যুৎ ছিল তিন হাজার মেগাওয়াট আর বর্তমানে শেখ হাসিনার সরকার বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে করেছে ১৪ হাজার মেগাওয়াট। তাই সাড়া দেশের মানুষ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাভাজন হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানীত হয়ে দলে দলে আওয়ামীলীগে যোগদান করছে। এরই ধারাবাহিকতায় বাঘাসুরা ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ আওয়ামীলীগে যোগদান করেছেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আওয়ামীলীগে যোগদান করেছেন তারা ওই এলাকার স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে মিলে মিশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পাড়া মহল­ায় তুলে ধরবেন। একই সাথে মাধবপুর উপজেলা ও বাঘাসুরা ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারাও যোগদানকারী সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখার আহŸান জানান। যোগদানকারী নেতাকর্মীরা হলেন, বিএনপি নেতা বজলু মিয়া সর্দার, আলাই মিয়া সর্দার, সানু মিয়া সর্দার, আমিনুর রহমান ঝারু, তাজুল ইসলাম, মানিক মিয়া, রহমত আলী, জনাব আলী, সেবুল মিয়া, মিসির আলী সর্দার, বাবুল মিয়া, নজরুল ইসলাম, ইসমাঈল মিয়াসহ ৩ শতাধিক বিএনপির নেতাকর্মী। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান ধন মিয়া, ফুল মিয়া, হাজী জাহেদ খান, আমির হোসেন যাদু, বায়েজিদ মহালদার, সৈয়দ আব্দুল মুহিত, মহারাজ মিয়া, আইয়ুব আলী, জাহাঙ্গির মিয়া, মীর আব্বাস আব্দুল আজিজ, মাসুক মিয়া, মশিউর রহমান বিপুল, জাফর আলী, কাজল মিয়া, আব্দুল কাইয়ুম বাচ্চু মেম্বার, নুর উদ্দিন মেম্বার, হিরাজ মিয়াসহ অর্ধশত নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com