মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

মাধবপুরে টমেটো চাষ করে রফিক ও কামালসহ শতশত কৃষক স্বাবলম্বী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৭১৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় সবজি চাষিরা বাম্পার ফলন পেয়ে সাবলম্বী হয়ে উঠছেন। উপজেলার চৌমুহনী, বহরা, শাহজাহানপুর সুরমা, তেলিয়াপাড়া, ভান্ডারুয়া, এখতেয়ারপুর, জালুয়াবাদ, নোয়াপাড়া ও জগদীশপুর এলাকায় উচ্চ ফলনশীল ‘কনক’ জাতের টমেটোর চাষ করে সফলতার মুখ দেখছেন সহস্রধিক কৃষক। এসব এলাকায় টমেটোর চাষ করে কৃষকের ভাগ্যবদল হয়েছে। প্রথমে ২/১ জন কৃষক উচ্চ ফলনশীল জাতের টমেটোর চাষ স্বল্পপরিসরে শুরু করে লাভবান হওয়ায় এখন শত শত কৃষক টমেটোর চাষ করছেন। বর্তমানে টমেটো চাষ এসব এলাকার প্রধান অর্থকরী ফসল হিসেবে স্থান পেয়েছে। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের তাজুল ইসলামের ছেলে টমেটো চাষি রফিকুল ইসলাম জানান, তিনি এ বছর ৯০শতক জমিতে টমেটোর ও ৮০ শতক জমিতে কপি চাষ করেছেন। সর্বমোট তার খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। ৯০ শতক জমি থেকে এ পর্যন্ত তার মোট টমেটো বিক্রয় হয়েছে ১২ লাখ টাকা। এছাড়াও ৮০ শতক জমির কপি থেকে তার প্রায় ৩ লাখ টাকার বিক্রয় আসবে বলে জানান রফিক। রফিক অগ্রহায়নের শুরুতে ৯০ থেকে ১শ টাকা কেজিতে টমেটো বিক্রি শুরু করেন। পরবর্তীতে তিনি তার পুরো জমির টমেটো চুক্তি দরে বিক্রি করে দেন। তিনি ওই জমিতে এগ্রি কনসান লিঃ এর ‘কনক’ জাতের টমোটো চাষ করে এ সফলতা পেয়েছেন। ওই এলাকার সহস্রধিক কৃষকের মধ্যে রফিক একজন সফল সব্জি চাষি। রফিক সহ ওই এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে যোগাযোগ করলে তারা জানান, জৈষ্ঠ্য আষাঢ় মাসে বীজ তলায় টমেটোর চারা উৎপাদন করে ভাদ্র মাসে জমিতে চারা রোপন করা হয়। কার্ত্তিক মাসের প্রথম দিকে টমেটোর গাছে ফুল ও ফল আসতে শুরু করে অগ্রহায়নের প্রথম দিকে টমেটো বাজারজাত করা শুরু হয়। ফলন ভেদে প্রতি ২০ শতক জমির টমেটো বিক্রি হয় আড়াই থেকে ৩ লাখ টাকা। মাধবপুরে এসব অঞ্চলে কৃষকরা মুলত বাণিজ্যিক ভিত্তিতে টমেটোর চাষাবাদ করে থাকে। প্রথমে যে সব কৃষক ক্ষুদ্র পরিসরে টমেটোর চাষ করতেন দিনে দিনে তারা বাণিজ্যিক পর্যায়ে টমেটোর চাষাবাদ শুরু করেছেন। এতে কৃষকরা হাজার হাজার টাকা বিনিয়োগ করেন। টমেটো চাষাবাদ করে এখন পর্যন্ত কোনো কৃষক লোকসানে পরেনি বরং স্বাবলম্বী হয়েছে তারা। মাধবপুরের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় টমেটোর পাইকারী ক্রেতারা ক্ষেতে চুক্তি টমেটো ক্রয় করে পিক-আপ ভ্যান, ছোট ও বড় ট্রাকসহ বিভিন্ন বাহনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। টমেটো চাষী রফিকুল ইসলাম তার অভিজ্ঞতা বণর্না করে জানান, ৫ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করে অর্থের অভাবে বেশী দুর এগুতে পারেননি তিনি। এর পর খুব কষ্টেই তার সংসার চলতে থাকে। এক পর্যায়ে গত ৮/১০ বছর পূর্বে তিনি টমেটোসহ অন্যান্য সব্জি চাষের দিকে ঝুঁকে পড়েন। তখন থেকেই উচ্চ ফলনশীল জাতের সব্জির চাষ করে রফিক। প্রথমে সব্জি চাষাবাদে আশানুরূপ ফলন না হলেও ধীরে ধীরে টমেটোসহ সব্জির চাষ পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এখন নিজেই নার্সারীতে চারা উৎপাদন করে টমেটোসহ লাউ, ঝিঙ্গা, তরমুজ, বাধাকপি, ফুলকপি, বেগুন ও শিমের চাষাবাদ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন। স্বচ্ছলতা ফিরে এসেছে তার সংসারে। চাষীরা জানান, টমেটো সাধারণত শীত কালীন ফসল। আগে আমাদের এলাকার চাষীরা শীত কালে দেশী জাতের টমেটো চাষ করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে এলাকার কৃষকরা গ্রীষ্মকালে টমেটো চাষ করছেন। টমেটো একটি সুস্বাদু সব্জি হওয়ায় এ এলাকার টমেটোর কদর রয়েছে সারা দেশে। রফিকুল ইসলাম জানান, তিনি চলতি মৌসুমে চৌমুহনী ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামে ১ একর ৭০ শতক ভূমি ৫ বছরের জন্য লিজ নিয়ে এ চাষাবাদ শুরু করেন। রফিকের সাথে তার এক বন্ধু ধর্মঘর ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের গোলাম কবিরের ছেলে কামাল হোসেনও তার সাথে যৌথভাবে টমেটো চাষ করছেন। তার নার্সারিতে এখন সবজির পাশাপাশি বিভিন্ন ফল সহ কাঠের চারা উৎপাদন শুরু করেছে রফিক ও তার বন্ধু কামাল। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, আবহাওয়া প্রতিকুলে থাকায় এ বছর মাধবপুরে উচ্চ ফলনশীল আগাম জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সকল প্রকার সহযোগীতা করা হয়। চলতি বছর মাধবপুরে টমেটোর অবাদের লক্ষ্য মাত্রা ৩২০ হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে প্রায় ৩৫০ হেক্টর জমিতে। মাধবপুরের উচুঁ ভূমির মাটি আগাম জাতের টমেটোর খুবই উপযোগী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com