শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বানিয়াচঙ্গে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ভূমিকার বিষয়ে মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরে ২৪ ঘন্টার মধ্যে দু’টি ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকা মূল্যে সম্পদ বিনষ্ট ও ১০জন আহত হয়েছে। দু’টি অগ্নিকান্ড নিয়ন্ত্রনে সক্রিয় বলিষ্ট ভূমিকা পালন করে বানিয়াচঙ্গ ফায়ার স্টেশনে সপ্তাহ পূর্বে যোগদানকারী ১০ কর্মীবৃন্দ। বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিস কার্যক্রম উদ্বোধনের সপ্তাহদিনের মধ্যে দু’অগ্নিকান্ড নির্বাপনকালীন বাস্তব সমস্যা নিয়ে দু’ইউ.পি চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ। সভার পূর্বে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান নবনির্মিত ফায়ার সার্ভিস ভবন সহ কমপ্লেক্স এরিয়া পরিদর্শন করেন। এসময় ত্র“টিপূর্ণ অসমাপ্ত বিদ্যুৎ ওয়ারিং ও স্যানেটারী ফিটিংস প্রত্যক্ষ করে ক্ষোভ প্রকাশ করেন দু’চেয়ারম্যান। সভায় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম, লিডার মোঃ আক্তারুল ইসলাম ও ড্রাইভার দীনেশ কুমার মন্ডল দুটি ভয়াবহ অগ্নিকান্ডকালীন পূর্বাপর প্রতিবন্ধকতা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত অবহিত করেন। তারা অপ্রসস্থ, জরাজির্ণ রাস্তা, যানজট, সড়ক সংলগ্ন বাশঁ-গাছের শাখা-প্রশাখা তাদের যান চলাচলে প্রধান প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন। তারা বানিয়াচং ফায়ার সার্ভিস অফিসের ০৮৩২৪৫৬৪৪১ নাম্বার প্রত্যেককে মোবাইলে সেইভ করে রাখা এবং আগুনের সঠিক তথ্য তাৎক্ষনিক প্রদানের আহ্বান জানান। চেয়ারম্যানদ্বয় ফায়ার সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রতিবন্ধকতা ও জনসচেতনতা সহ বাস্তবসমস্যাদি নিরসনকল্পে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে যথোপযুক্ত কার্যকরি পদক্ষেপ সহ একটি ছোট (দ্বিতীয়) টানা গাড়ি বানিয়াচঙ্গ অফিসে প্রদানের দাবিও সংশ্লিষ্টদের দৃষ্টি গোচর করবেন বলে আশ্বস্থ করেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় বানিয়াচং ফায়ার সার্ভিসের অফিসে জনবল ১৬ জনের মধ্যে ডেপুটেশনে ১০ জন কর্মী রয়েছে। শুধুমাত্র দু’জন ড্রাইভারকে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com