সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

জীবনের সব পরীক্ষা শেষ রাজুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেএসসি পরীক্ষা দেয়া হলনা রাজু চন্দ্র ঘোষের (১৪)। পরীক্ষায় যেতে গিয়ে টমটম দুর্ঘটনায় নিভে গেল তার প্রাণ প্রদীপ। জীবনে তাকে আর পরীক্ষা দিতে হবেনা। হতভাগ্য রাজু চন্দ্র ঘোষ আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের নিপেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। সে স্থানীয় জলসুখা কেজিপি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল সোমবার সকাল ৯টায় আজমিরীগঞ্জ-জলসুখা আঞ্চলিক সড়কের নগর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে-রাজু সকালে জেএসসি পরীক্ষায় অংশ নিতে অপর দুই সহযোগীর সঙ্গে একটি টমটমযোগে আজমিরীগঞ্জ উপজেলা সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। টমটমটি নগর কবরস্থান এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে রাজুসহ অপর দুই পরীক্ষার্থী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় রাজুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। অপর দুই পরীক্ষার্থী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যায়। বেলা দেড়টার দিকে রাজুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর বখত চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com