স্টাফ রিপোর্টার ॥ ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পীরে তরিকত শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে প্রতি বছর নেয়ায় এ বছর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ উমেদনগর শাহজালাল (রহ) সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স, পশ্চিম এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, বাজুকা দরবার শরিফের সাহেবজাদা আলহাজ্ব শাহ সুফি আব্দুল ওয়াদুদ ইমরান সাহেব, কদমচাল দরবার শরিফের সাহেব জাদা হযরত মাওলানা সাইফুল্লাহ আল কাসেমী, মোঃ মুজাম্মেল হোসাইন মেম্বার, হযরত মাওলানা মুফতি আবিদুল হক, বারর সর্দার মোঃ সোনা মিয়া, উমেদনগর শাহজালাল (রহ:) সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি হাজী ফজলুল হক সজলু, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান, কোষাধ্যক্ষ হাজী মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কয়েক হাজার মুরিদান এবং আশেকানবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুর।
মাহফিল পরিচালনা করেন কদমচাল দরবার শরিফের বড় সাহেব জাদা ও খলিফা হযরত মাওলানা সাইফুল্লাহ আল কাসেমী, ওয়াকিবুর রহমান সুদিন ও অধ্যক্ষ আফজাল মিয়া সার্বিক পরিচালনায় কদমচাল দরকার শীফের খলিফা মো: জয়নাল আবেদীন ও মো : কবির আহমেদ। ইফতার পূর্বে আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী ওজুর আলোচনা করে বলেন, প্রত্যেক ঈমানদার মুসলমানের উচিত হিসাব করে সহিহ শুদ্ধ সুন্দর ভাবে যাকাত প্রদান করা এবং মহান আল্লাহ যাকাত কে ফরজ করেছেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা দেন সেনাবাহিনীর একটি বিশেষ দল।