রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে জলসুখা গ্রামে ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে বিএনপির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামছুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সওদাগর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, প্রভাষক এনামুল হক চৌধুরী, সাজিদুর সাজু, শেখ আজিজুর রহামান, রমাকান্ত সরকার, সাইফুল ইসলাম বেনু, শরিফ চৌধুরী, কদর আলী, সলিমুল্লাহ মিয়া, রব মিয়া, শাহজাহান উজ্জ্বল, মহিবুর রহমান চৌধুরী, আল কুরআন সওদাগর, মোস্তফা শামিম, অলিউর রহমান, হাফিজুর রহমান প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ বশির আহমেদকে আহবায়ক, মোহিত মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও কদর আলীকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন- মোঃ সলিম উল্লা, মোঃ মকবুল মিয়া, হাফিজুর রহমান তালুকদার, মোঃ আলমগীর মিয়া, মোঃ রঙ্গিলা মিয়া, মোঃ আঃ নূর মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ এলাছ মিয়া, মোঃ লেদু মিয়া, নুর মোহাম্মদ, জাফর জামাল, মোঃ সোয়েল মিয়া, মোঃ জিলকজ মিয়া, মোঃ খলিল মিয়া, মোঃ তোফায়েল মিয়া, আব্দুল আলী চিড়াখা, মোঃ ইজাজুল ভূইয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া। সভায় আজ ১৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশকে সফল করতে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়। বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ব্যাপক লোকসমাগম করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com