স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নার্সিং ইনস্ট্রাক্টর এবং তার সহযোগিদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাদের পদত্যাগের দাবীতে আন্দোলনে নেমেছেন হবিগঞ্জ নাসিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ক্লাস ও ডিউটি বর্জন করে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সালমা বেগম, শম্পা রাণী দাশ, অফিস সহকারী সুজন ও মতিউর দীর্ঘদিন থেকে দুর্নীতি ও অনিয়ম করে আসছে। শিক্ষার্থীদের কাছ থেকে তারা ভর্তির রশীদ ছাড়া নির্ধারিত ফির ছেয়ে অতিরিক্ত টাকা, মেডিকেল টেস্টের নামে অতিরিক্ত পরীক্ষা ও হোস্টেল ফি সহ অনিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের খেয়াল খুশীমত অর্থ আদায় করে আসছে। কলেজের ইনচার্জ কল্পনা রানী ঘরামীও তাদের এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে কোন শিক্ষার্থী কথা বললে তার উপর নানা ধরণের মানসিক নির্যাতন করা হতো। তাই দুর্নীতিবাজ ইনচার্জ, ইন্সট্রাক্টরসহ কর্মচারীদের পদত্যাগের দাবীতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কিন্তু তাদের দাবীর প্রতি কর্তৃপক্ষ কর্ণপাত না করায় আজ বুধবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা আবাসিক ভবনগুলো থেকে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং হাসপাতালে দায়িত্ব পালনসহ সকল ধরণের ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।