স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা নির্বাচন। শেষ মুহুর্তে প্রার্থীরা বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩ উপজেলায় ভোটগ্রহণ হবে।
সদর উপজেলায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোতাচ্ছিরুল ইসলাম, মশিউর রহমান শামীম, মুহিবুল ইসলাম শাহীন, শিল্পী সৈয়দ আশিকুর রহমান, ওয়াসিম উদ্দিন খান, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন।
শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মাসুক, আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সুরুজ মোল্লা।
লাখাই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মুশফিউল আলম আজাদ, আমিরুল ইসলাম আলম, রকিব আহমেদসহ আরও অনেকে।
এদিকে অভিযোগ রয়েছে অনেক প্রার্থীরা আচরণ বিধি লংঘন করে শহরে শোডাউন, ডিজে সাউন্ড এবং একের অধিক মাইক ব্যবহার করছেন। ভ্রাম্যমান আদালত নজরদারি না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন অনেকে। ৩ উপজেলায় পুরোদমে প্রচারণা চলছে।