স্টাফ রিপোর্টার ॥ ইউসিসি ও অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং হবিগঞ্জ শাখায় অভিভাবক সমাবেশ ও মাসিক মেধামূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে গত এক মাসের স্টুডেন্ট পার্ফমেন্স রিপোর্ট তুলে দেওয়া হয় এবং গত বছর অগ্রগামী নার্সিং ভর্তি কোচিং থেকে হবিগঞ্জ সরকারি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজে চান্সপ্রাপ্তদের মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. শাহ ফখরুজ্জামান, মিরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক আহমেদ, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ইকবাল ও ইউসিসি হেড অফিসের শিক্ষক মীর সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সিদ্দিকুর রহমান।