শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

শায়েস্তাগঞ্জে নদ-নদী ও জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ। এক সময় দেশী ১৩১ প্রজাতির মাছের প্রাচুর্য ছিল শায়েস্তাগঞ্জে মৎস্য আড়ৎ বিক্রি হতো। কিন্তু দীর্ঘদিন যাবত খাল-বিল বরাটে পানি নিক্সশন হয় না। তবে নদ- নদী, খাল-বিল, জলাশয় খনন না হওয়ায় এর নাব্যতা হারিয়েছে। সেই সাথে হ্রাসপ্রাপ্ত হচ্ছে দেশী প্রজাতির মৎস্যের প্রজনন ও উৎপাদন। নদ- নদীর নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি মরার উপর খরার ঘা এ মতো শায়েস্তাগঞ্জে প্রধান নদী খোয়াই ও সুতাং নদী কাছে গড়ে উঠা হাটবাজারের ময়লা আবর্জনা ও শিল্প বর্জ্যের দূষণের প্রভাবে আজ অস্তিত্ব বিপন্ন হতে চলছে। শুল্ক মৌসুমে শিল্প বর্জ্যে মিশ্রিত গাঢ় কালো দূর দূর্গন্ধ যুক্ত পানি শুধু সুতাং নদীতে দৃশ্যমান হলে ও বর্ষায় তা পুরো নদ- নদী, খাল- বিল জলাশয় পানি ছড়িয়ে পড়ে আবার কোনো আটকিয়ে থাকে। মাছের প্রজনন ও উৎপাদনের সময়ে শিল্পবর্জ্যের প্রভাবে দেশী প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক সময় শায়েস্তাগঞ্জে মলা, ঢেলা, বাতাসী, ফুটি, বাল্লারা, টেংরা, চিংড়ি, ডানকিনা, হল্লা, পলই, মিনি, বৈচা, খোলসে, কাঁকালে, তারা বাইম, বাছা, সিং, মাগুর, টাকী, দেশীআইর, রানী মাছসহ প্রায় ১৩১ প্রজাতির মাছ দেখা যেতো। বর্তমানে এর বেশীর ভাগই হারিয়ে গেছে। আর যে প্রজাতি গুলো এখনো টিকে রয়েছে সে গুলোর ও অস্তিত্ব সংকটে। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, হাট-বাজারের ময়লা আবর্জনা স্তুপ করে সুতং নদীতে ফেলা এবং বিভিন্ন শিল্প বর্জ্যের করাল গ্রাসে শায়েস্তাগঞ্জে নদ-নদী, খাল- বিল, জলাশয়ে মাছের প্রজনন হওয়ার মতো পরিবেশ নেই বললেই চলে। এমন পরিবেশে টিকে থাকে তা নিষিদ্ধ কারেন্ট ও চায়না দোয়ারি জাল দিয়ে নির্বিচারে নিধন করে চলছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ নুরপুর ইউনিয়নের আলগাপুর এলাকার মৎস্য শিকারী শাহাব উদ্দিন জানান, নদ-নদী , খাল-বিল, জলাশয়ের দেশী প্রজাতির মৎস্য উৎপাদন কমে যাওয়ার জন্য দায়ী শিল্প বর্জ্যের প্রভাব। এ বর্জ্যের কবল থেকে রক্ষা না করতে পারলে দেশী প্রজাতির সুশাদু মাছ হারিয়ে যাওয়া ঠেকানো যাবে না। মাছের খাবার ছোট ছোট শামুক নিধনের ফলে মাছের খাদ্য সংকট। এতে দূষণবর্জ্যের কারণে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com