মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে গ্রেফতার এড়াতে আতঙ্কে পুরুষশূন্য গ্রাম ॥ বন্ধ দোকানপাট হবিগঞ্জ জেলা কারাগার ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি হাজতি বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এর প্রবাসী শাখার সভাপতি সাইফুদ্দিন রুবেল ও সাংগঠনিক সম্পাদক জমশেদ মিয়াকে বিদায় সংবর্ধনা পৌরসভার অনুমোদন ছাড়াই শহরের চিড়াকান্দি আবাসিক এলাকায় দোকান ও বাউন্ডারী ওয়ালের উপর ঘর নির্মাণ সিনেমা হল এলাকায় বাসা থেকে স্বর্ণ চুরি গৃহপরিচারিকাকে পুলিশে সোপর্দ হবিগঞ্জ সদর হাসপাতালের লিফটের অপারেটর থাকলেও থাকছেন না কর্মস্থলে মন্দরী গ্রামে বুলেট সেবন করে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় ॥ সেনা-র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে ৮ জন গ্রেপ্তার সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ প্রশাসনের প্রভাবে মজলিসপুর গ্রামে নিরীহ পরিবারকে নির্যাতন-নিপীড়ন করছেন চট্টগ্রামের এডিসি ও স্বজনরা

নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর ফিসারিতে বিষ প্রয়োগ ॥ ভেসে উঠেছে প্রায় ৬ লক্ষাধিক টাকার মৃত মাছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশের ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত সন্ধ্যা-রাতের কোন এক সময়ে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামে তার ফিসারিতে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। গতকাল বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় পুকুরের চারিদিকে মৃত পোনা ভেসে উঠছে, গ্রামের মানুষ সারি সারি লাইন ধরে মাছ নিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ জানান, তার নিজ গ্রাম দুর্গাপুরে প্রায় ১৭ কেয়ার জায়গার উপর তিনি ৬টি ফিসারি করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। এবার নওগা জেলা থেকে পোনা মাছ এনে রুই, কাতলা, কার্প, মির্কা, গাসকার্প, সিলবার, ব্রিগেট সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেন। এতে আমার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। গত মঙ্গলবার দিবাগত রাতে আমার লোকজন একটি ফিসারিতে মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে ফিসারির পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। ফিসারিতে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যা-রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ফিসারিতে বিষ প্রয়োগ করে চলে যায়। প্রায় ১ একর ভূমি’র এই ফিসারিতে বিষ প্রয়োগের ফলে রুই, কাতলা, কার্প, মির্কা, গাসকার্প, সিলবার, ব্রিগেটসহ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ থেকে ৪৫ মন মাছ মরে ভেসে উঠেছে। এতে অনুমান ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, গত বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর, এসআই নাঈম ও এসআই মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থখা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com