সোমবার, ১৩ মে ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন ॥ নৌকার প্রার্থীকে পরাজিত করে আনোয়ার চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২৪ বা পড়া হয়েছে

 

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উৎসবমুখর পরিবেশে বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এ ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হওয়ায় শুরুর দিকে ভোট প্রদানে কিছুটা বিলম্ভ হলেও ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। কোন প্রকার সহিংসতা ছাড়াই সুন্দর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনী। ভোট কার্যক্রম ঘুরে দেখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। সবকটি কেন্দ্রের ফলাফল আসার পর রাতে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরমান ভূইয়া। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন ৫ হাজার ৪শ ১৬ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেখাছ মিয়া পেয়েছেন ৪ হাজার ৭শ ৭০ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ড থেকে সাজেরা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড থেকে দুলেনা বেগম ৭,৮,৯ ওয়ার্ড থেকে ছাবেরা খাতুন, ১নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মামুন মিয়া, ২নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছে মোঃ শাহ জাহান, ৩নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন বাবলু মিয়া, ৪নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ছদর আলী, ৫নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ কবির মিয়া, ৬নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন শেখ রেজুয়ান পারভেজ, ৭নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর মিয়া, ৮নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মামুন এবং ৯নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মতিউর রহমান। এ ইউনিয়নে মোট ভোটার ছিল ১৯ হাজার ৫শ’ ১১জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ’ ৭১ ও মহিলা ভোটার ছিল ৯ হাজার ৮শ’ ৪০জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com