শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের বিজয় দিবসের শুভেচ্ছা ফেস্টুন গত বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে কান্দিগাঁও পয়েন্টে লাগানো হয়। ওইদিন রাতেই কে বা কারা ওই ফেস্টুনটি কেটে ফেলে। এঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) রাতে গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
এ প্রসঙ্গে সেলিম আহমদ বলেন, গত বুধবার ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় যুবদল নেতা আলতাব উদ্দিন ওরফে আলতা আমাকে ফেস্টুন লাগাতে বাঁধা দেয়। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে আমার ফেস্টুনটি লাগানো হয়। ওইদিনই রাতের আধারে কে বা কাহারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত আমার ফেস্টুনটি কেটে ফেলে। এই বিষয়টা আমাকে অনেক মর্মাহত করেছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com