শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ খুনের ঘটনায় ১শ জনকে অভিযুক্ত করে মামলা শহরে পুলিশ সুপারের নেতৃত্বে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান ॥ জরিমানা আদায় হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন গঠন কল্পে আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়কদের পরামর্শ সভা নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জ পৌরসভার প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় হয়েছে হবিগঞ্জ আহ্ছানীয়া মিশন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জনসেবাকে ইবাদত হিসাবেই গ্রহন করেছি-সৈয়দ মোঃ শাহজাহান শিক্ষিকা আত্মহত্যার প্ররোচনায় মামলা হলেও ২৪ ঘন্টাও গ্রেফতার নেই আসামি শহরের উত্তর শ্যামলীতে কুকুর নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা ॥ আটক ১ প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নির্বাচনী হালচাল-৩ ॥ জলসুখায় বিদ্রোহী ও নৌকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আগামী ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ৩নং জলসুখা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন। তারা হলেন-আওয়ামীলীগ মনোনীত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা (নৌকা) আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু (আনারস) ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জামির হোসেন (মোটর সাইকেল) এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১২ হাজার ৩৮ জন। তন্মধ্যে পুরুষ ৬ হাজার ১৩৬ জন ও মহিলা ৫ হাজার ৯০২ জন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চালাচ্ছেন উঠান বৈঠক, প্রচার-প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৩ জনই সমানে সমান। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের হিসেব। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় কিছুটা এগিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু। ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বর্তমান অবস্থায় নৌকার সাথে পাল্লা দিয়ে বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলু আনারস মার্কায় শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রোকসানা আক্তার শিখা প্রচার প্রচারনায় থেমে নেই। দলীয় নেতা কর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। আরেক প্রার্থী বিএনপি নেতা জামির হোসেন (মোটরসাইকেল) মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা মাঠ সরগরম করে রাখছেন। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিবা-রাত। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি ৩ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে নৌকা ও আনারস মার্কা দ্বিমুখী লড়াই হবে। এ ইউনিয়নের অধিকাংশ প্রার্থী ও ভোটারদের ধারনা নোয়াগড় ২ টি কেন্দ্রে যে প্রার্থী লিড করবে সেই চেয়ারম্যান হওয়ার সম্ভবনা বেশি। ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কিছু কেন্দ্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কয়েক জন ভোটার। গত ২৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী ১১ নভেম্বর এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com