মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জ ও বাহুবল হাসপাতালে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩ আগষ্ট নবীগঞ্জ ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য হবিগঞ্জ উন্নয়ন সংস্থা এ ৪টি অক্সিজেন সিলিন্ডার গতকাল দুপুরে আনুষ্টানিক ভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ের হলরোমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কোঅর্ডিনেটর আরেফ আলী মন্ডল আরিফ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিউম্দা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দাশ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম. মুজিবুর রহমান, সমাজ সেবক সৈয়দ শাহ দরাজ, মোঃ মনসুর আলম, শিক্ষক মাওলানা মোজাহিদুল ইসলাম, ফারক আহমেদ এবং হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর শামীম আহমেদ মহসিন, ইন্টারনাল অডিটর মোঃ সাইফুল ইসলাম, পানিউমদা শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, সহকারী হিসাব রক্ষক সোফায়েল আহমেদ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, করোনা মহামারির শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের পাশে থেকে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী। দেশে করোনা দুর্যোগের এই ক্রান্তিলগ্নে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা অক্সিজেন সিলিন্ডার বিতরণ প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান পরিস্থিতিতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অক্সিজেন সরবরাহ। এ ক্ষেত্রে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়াটা বড় সহায়ক হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com