বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করায় বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ধর্মঘরে তিন প্রভাবশালী ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ছোট ভাই। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার প্রভাবশালী তিন ভাই তাকে তার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানাভাবে ষড়যন্ত্রসহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এমনকি তারা তিনজন অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় পুলিশ প্রশাসনকে দিয়েও হয়রানি করছেন। ফলে একদিকে পুলিশ অন্যদিকে প্রভাবশালী তিন ভাই ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে গত ১০ দিন ধরে বাড়ি ছাড়া ওই ছোট ভাই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র আক্তার সোলাইমান তার লিখিত বক্তব্যে বলেন, তিনিসহ তার পিতা আরও ৫ জন ওয়ারিশান রেখে ২০০৮ সালে মারা যান। তার তিন ভাই হল, নিজামুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম ও তোফাজ্জুল ইসলাম। তারা তিন ভাইয়ের কেউ কেউ সরকারি ও বেসরকারি চাকরি করে ঢাকা ও সিলেটে বাড়ি গাড়ি করেছেন। আক্তার সোলাইমানের পিতা মারা যাওয়ার পর বাড়ির সম্পদ ও গাছপালা এবং দুই বিঘা জমি তার নামে অছিয়ত করে দিয়ে যান। কিন্তু তার তিন ভাই প্রভাবশালী হওয়ায় তাকে তার পৈত্রিক সম্পত্তির যথাযথ অংশ না দিয়ে এ থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তাদের কাছে কাগজপত্র থাকায় জমির কিছু অংশ বিক্রিও করে দিয়েছে তারা। এ বিষয়ে গ্রামে সালিশ হলেও তারা তা কর্ণপাত করেনি। উল্টো আক্তার সোলাইমানকে নিরীহ পেয়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্তও করছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, তাকে বাড়ি ছাড়া করার জন্য তার প্রভাবশালী তিন ভাই বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করতে দেয়াল নির্মাণ করার চেষ্টা করছে। তিনি এসব অপকর্মের প্রতিবাদ করলে তাকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। গত ১৩ জানুয়ারি কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতিককে বাড়িতে নিয়ে এসে তাকে হয়রানির চেষ্টা করা হয়। ১৬ জানুয়ারিও ওই পুলিশ সদস্য তার ভাইদের দ্বারা প্রভাবিত হয়ে আক্তার সোলাইমানের স্ত্রী হেলেনা আক্তার চৌধুরীকে টানা হেচড়া করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার মেয়ে তানজিনা আক্তার ৯৯৯ ফোন করে এবং স্থানীয় চেয়ারম্যানকে অবগত করে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পুলিশ ও প্রভাবশালীদের ভয়ে সোলাইমানসহ তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com