শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে স্বামী ও শ্বশুড় বাড়ির নির্যাতনের শিকার অস্ট্রেলিয়া ফেরৎ বধু অনুস্পিতা ঘটনার মামলায় স্বামী, শশুড়-শাশুড়ী দেবর গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বামী ও শশুড়-শাশুড়ি এবং দেবরদের নির্যাতনের শিকার অস্ট্রেলিয়া ফেরৎ বধু ডাক্তার কন্যা অনুস্পিতা দেব। এ ঘটনায় অনুস্পিতার মা সঞ্চিতা ধর নবীগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনের ১১(গ) ধারায় মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার সকাল ৭ টায় উপজেলার সৈয়দপুর বাজার থেকে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো অনুস্পিতার দেবর স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী ধনঞ্জয় দেব (২৯), ভাসুর দীপক দেব (৩৭), শশুড় ধীরেন্দ্র দেব (৬০) ও শাশুড়ি মিনতি রানী দেব (৫৫)। তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দেব এর অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে ধলঞ্জয় চন্দ্র দেব প্রায় ১ বছর পুর্বে বিয়ে করেন উপজেলার বদরদী গ্রামের বাসিন্দা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব এর উচ্চ শিক্ষিত কন্যা অনুস্পিতা দেব অনুকে। বিয়ের ৩ মাসের মধ্যে নববধুকে নিয়ে অষ্ট্রেলিয়া চলে যায় ধলঞ্জয় দেব। বিয়ের পর স্বামী-স্ত্রী ঊভয়ই সুখী জীবন যাপন করছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া যাবার পর স্ত্রীর উপর শুরু করে নানা নির্যাতন ও অত্যাচার। এতে সায় দিত ভাসুর, দেবর, শশুড় ও শাশুড়ি। গত ১৭ মার্চ স্ত্রী অনুস্পিতা দেবকে সাথে নিয়ে স্বদেশে ফিরেন স্বামী ধলঞ্জয় দেব। ওই দিন রাত সাদে ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌছার পর স্ত্রীকে ধোকা দিয়ে স্বামী ধলঞ্জয় দেব অনুস্পিতার পাসপোর্টসহ তাকে এয়ারপোর্ট রেখেই পলায়ন করে। এ ঘটনায় হতভম্ভ স্ত্রী অনুস্পিতা দেব। দিশেহারা হয়ে পড়েন তিনি। স্বামী ধলঞ্জয় দেব এর মোবাইল ফোনের সুইচ অফ থাকায় বাধ্য হয়ে ফোন দেন অনু’র পিতা-মাতাকে। এক পর্যায়ে বিমান বন্দরে স্থাপিত কোয়ারেন্টিনে করোনা ভাইরাস পরীক্ষা শেষে বিগত ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মাকে সাথে নিয়ে শশুড়বাড়ি গয়াহরি গ্রামে আসেন স্ত্রী অনুস্পিতা দেব অনু। কিন্তু শশুড়বাড়ির লোকজন পুত্রবধুকে ঘরে না তোলে গেইটে তালাবদ্ধ করে রাখে। অনু ঘরে ঢুকার চেষ্টা করলে শশুড়বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ, এলাকাবাসী, পৌর মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুত্রবধুকে ঘরে না তোলে শেষ পর্যন্ত পিত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে এ ঘটনায় অনুস্পিতার মা সঞ্চিতা ধর বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিগত ২৩/০৩/২০২০ইং তারিখে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে অনুস্পিতার দেবর দিপংকর দেব (২৭)কে গ্রেফতার করেন। অপর আসামীরা আত্মগোপন করে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আউশকান্দির সৈয়দপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com