বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

পরিত্যক্ত খোয়াই নদীতে বসবাসকারীরা আতংকে ॥ উচ্ছেদ অভিযান জোরদার হচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩২ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ জেলা শহরের বুক চিড়ে বহমান পরিত্যক্ত খোয়াই নদী থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। গত সপ্তাহে সীমানা চিহ্নিত স্থাপনাগুলি নিজেরা সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কারণে দৃশ্যতঃ উচ্ছেদ কার্যক্রম থমকে গেছে বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। হবিগঞ্জের মানুষ উচ্ছেদ কার্যক্রমকে আরো জোরদার করার দাবী জানান। আবহাওয়া অনুকুলে থাকলে আগামী দু’কার্য দিবসে স্টাফ কোয়ার্টারের সামন পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম দৃশ্যমান হবে বলে প্রশাসন সূত্রে প্রকাশ। অন্যদিকে হবিগঞ্জ খোয়াই রিভার সিস্টেম উন্নয়ন প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রনালয়ের মূল্যায়ন শাখায় যাচাই বাছাই চলছে। আগামী মাসের প্রথম দিকেই প্রি-একনেকে বাছাই শেষে একনেক সভায় উত্থাপন হবার সম্ভাবনা রয়েছে। এদিকে হবিগঞ্জ পৌরসভা অভ্যন্তরে “খোয়াই ঝিলমিল” বিনোদন ও দৃষ্টিনন্দন প্রকল্পটি বাস্তবায়ন হলে দৃশ্যমান হবে উভয়পাড়ে ১৪ ফুট রাস্তা, গাছ লাগানোর স্থান, র‌্যালিংসহ দেয়াল নির্মাণ, ড্রেনের উপর ওয়াকওয়ে ও ব্লক দ্বারা ঢাল সংরক্ষণ করে স্থানে স্থানে ১০টি দৃষ্টিনন্দন ব্রীজ এবং মধ্যের ১০০ ফিট মাটি খনন। ডায়াবেটিস হাসপাতাল থেকে নোয়াবাদ-হরিপুর পর্যন্ত গড়ে ১ শত ৫০ ফিট প্রশস্ত প্রকল্পটি ডিজাইন প্রদর্শন করে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডিই মোহনলাল সৈকত জ্ঞাত করেছেন। অন্যদিকে এ প্রতিনিধি মাহমুদাবাদ থেকে সদর হাসপাতাল পর্যন্ত উচ্ছেদকৃত স্থান দর্শন করে হবিগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বিভিন্ন প্রশ্নোত্তরে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঠের প্রতিনিধি ডিসি মাহমুদুল কবীর মুরাদ এর কঠোর নির্দেশানুযায়ী নিষ্টার সাথে দায়িত্ব পালন করছি। হবিগঞ্জবাসীর প্রত্যাশা ও স্যারের ইচ্ছা শহরকে পর্যটন নগরী গড়ে তোলা। শীত মৌসুমে স্যারের ইচছা “খোয়াই ঝিলমিল” প্রকল্পটির খনন কার্যক্রম যেকোন মূল্যে দৃশ্যমান করা। পশ্চিমে বাইপাসে ফোর লেন, উত্তরে খোয়াই রিভারভিউ মধ্যে “খোয়াই ঝিলমিল” বাস্তবায়ন দেখে মরতে চাই বলে মন্তব্য করেছেন (অবঃ) আনসার ও ভিডিপি অফিসার মামুনুর রশীদ চৌধুরী বাবুল। এদিকে খোয়াই নদীর উপর স্থাপনা নির্মাণ করে বসবাসকারীরা লাল “দাগ দিলেই মরে” এই চিহ্নের অপেক্ষায় আতংকে প্রহর গুণছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com