শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিকেজিসি স্কুলে রচনা প্রতিযোগিতায় পুলিশ সুপার ॥ মোবাইলের অপব্যবহারে সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ, দাঙ্গা, ইভটিজিং, জঙ্গিবাদ ও মোবাইল ফোনের অপব্যবহার ও আমাদের উন্নতি বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার হবিগঞ্জর পুলিশ প্রশাসনের উদ্যোগে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অর্জন করে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মুনীরা চৌধুরী জিশা, ২য় স্থান অর্জন করে ৯ম শ্রেণীর রিংকি সূত্রধর ও ৩য় স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণীর নাফিসা আজিজ বুশরা। পরে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম-সেবা)। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, মোবাইল ফোনের অপব্যবহারের কারণে শিক্ষার্থীদের চোঁখে সমস্যা হচ্ছে। অকারণে শিক্ষার্থীদের চোখ নষ্ট যাচ্ছে। এতে অল্প বয়সেই তাদের চশমা ব্যবহার করতে হচ্ছে। মোবাইলের অপব্যবহারে সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে। তাই শিক্ষার্থীদের অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকবে হবে। পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী, সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল কবির, গালর্স গাইড লিডার সহকারি শিক্ষিকা পূর্ণিমা দাশ তালুকদার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com